আমেরিকার অর্থনীতিতে শনির দশা! দিন দিন বেড়েই চলেছে আর্থিক ঘাটতি। চলতি আর্থিক বছরে (২০২৪-’২৪) যা ১ লক্ষ ৮৮ হাজার কোটি ডলারে গিয়ে পৌঁছেছে। কোভিডের পর বাজেট ঘাটতি সর্বোচ্চ স্তরে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। এর পরোক্ষ প্রভাব অন্যান্য দেশ-সহ ভারতের উপরেও পড়বে বলে মনে করছেন তাঁরা।
আর্থিক ঘাটতির পাশাপাশি আমেরিকায় পাল্লা দিয়ে বাড়ছে সুদের হার। ওয়াশিংটনের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান হল ‘ফেডারেল ব্যাঙ্ক’। যার ঋণের উপর সুদের পরিমাণ প্রথম বারের জন্য ১ লক্ষ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি, বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প, অবসরকালীন প্রকল্প, স্বাস্থ্য ও সেনাবাহিনীর খরচ বৃদ্ধি পেয়েছে। জানিয়েছে আমেরিকার ট্রেজারি বিভাগ।