
মাটির নীচে রয়েছে কুবেরের ধনভান্ডার। লন্ডনের থ্রেডনিডেল স্ট্রিটে মাটির নীচে সুড়ঙ্গের গোলকধাঁধা রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের। গোটা বিশ্বের বিভিন্ন দেশের সোনা জমা রয়েছে ওই ভল্টে। বিশেষ অনুমতি ছাড়া কেউ ওই ভল্টে যেতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের রাজা বা রানিই ওই ভল্টে যে কোনও সময়ে যেতে পারেন এবং জমা সোনা দেখতে পারেন।