Urvashi Rautela dating Egyptian superstar Mohamed Ramadan? Their onscreen romance in Versace Baby heating up the Internet dgtl
Urvashi Rautela
Urvashi Rautela: উর্বশীর মনে ভিন্দেশি তারা? নায়িকা বলছেন ‘আত্মপ্রেমেই আত্মহারা’!
গত কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে সুপারস্টারের সঙ্গে পর পর ছবি দিচ্ছেন নায়িকা। দিচ্ছেন রিল ভিডিয়োও।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৮:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বলিউডের নায়িকাদের মধ্যে না কি তিনিই এখন সেরা সুন্দরী! অন্তত উর্বশী রওতেলার ভক্তরা তা-ই মনে করেন। তবে ইদানীং তিনি অন্য কারণে খবরের শিরোনামে।
০২১২
হাতে বড় ব্যানারের ছবি না-ই থাকতে পারে। তবে নায়িকার ব্যস্ততার কমতি নেই। গত এক বছরে ‘হেট স্টোরি’র নায়িকাকে বেশ কিছু মিউজিক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে।
০৩১২
নিয়মিত গিয়েছেন বিদেশেও। তার মধ্যে অনেকবার দুবাই। সেখানকার মঞ্চে অনুষ্ঠানও করেছেন।
০৪১২
নায়িকার বক্তব্য, পশ্চিম এশিয়ার দেশগুলিতে তাঁর প্রচুর ভক্ত। মাঝে মধ্যেই ডাক পান তিনি। ভক্তদের আবদার রাখতে যেতেও হয়।
০৫১২
যদিও নায়িকার ইনস্টাগ্রামের ছবি, ভিডিয়ো বলছে, পশ্চিম এশিয়ায় যাওয়ার আরও একটি নতুন অজুহাত এসেছে নায়িকার হাতে।
০৬১২
এক কালে ভারতীয় ক্রিকেটার ঋসভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল প্রাক্তন ভারত সুন্দরীর। তবে এখন তাঁকে দেখা যায় পশ্চিম এশিয়ার এক নামজাদা সুপারস্টারের সঙ্গে।
০৭১২
কিছু দিন আগেই একটি বিদেশি মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন উর্বশী। নাম বিখ্যাত পোশাকের ব্র্যান্ড ‘ভারসাস’-এর নামে— ‘ভারসাস বেবি’। ভিডিয়োটি নাকি এ যাবৎকালের সবচেয়ে দামী মিউজিক ভিডিয়ো।
০৮১২
মিশরের সুপারস্টার মহম্মদ রামাদানের গানের ওই ভিডিয়োয় অভিনয় করেছেন উর্বশী।
০৯১২
ভিডিয়োটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, জনপ্রিয়ও হয়েছে। তবে উর্বশী ভক্তদের মন কেড়েছে রমদানের সঙ্গে নায়িকার ছবি।
১০১২
গত কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে সুপারস্টারের সঙ্গে পর পর ছবি দিচ্ছেন নায়িকা। দিচ্ছেন রিল ভিডিয়োও। সেই সব ভিডিয়োয় দু’জনের রসায়ন নাকি চোখে পড়ার মতো। অন্তত তেমনই জানিয়েছেন ভক্তরা।
১১১২
তবে একই সঙ্গে ছবিগুলি ভক্তদের মনে প্রশ্নও জাগিয়েছে, তাঁরা জানতে চেয়েছে তবে কি ভিনদেশি তারকার প্রেমে মজলেন ভারতীয় নায়িকা?
১২১২
নায়িকা অবশ্য তার জবাব দেননি। বরং বেশ জাহির করেই আত্মপ্রেমের পোস্ট করেছেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমিই আমার ফেভারিট।’