Upcoming movies that have the potential to break the opening day record of Shah Rukh Khan's Pathaan movie dgtl
Shahrukh Khan
শাহরুখের নজির ভাঙবেন কে? সলমন, প্রভাস না খোদ শাহরুখ? না কি ‘গোল’ দেবেন অন্য কেউ?
শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি মুক্তির প্রথম দিন যা ব্যবসা করেছিল তার থেকে বেশি ব্যবসা করতে পারে সলমন খান, প্রভাসের মতো তারকার ছবি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ১০:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
চার বছরের বিরতির পর চলতি বছরে বড় পর্দায় ফিরে এসেছেন শাহরুখ খান। শুধু ফিরেই আসেননি, বক্স অফিসে হাজার কোটির ক্লাবে নিজের নামও লিখিয়ে ফেলেছেন তিনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবিতে অভিনয় করে নজির গড়েছেন শাহরুখ।
০২১৭
‘পাঠান’ বক্স অফিসে ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েই কেবল নজির গড়েনি। ছবিমুক্তির প্রথম দিনে ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পাঠান’। এর আগে কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম দিনেই এই পরিমাণ ব্যবসা করতে পারেনি।
০৩১৭
বলিপাড়ার ছবি বিশেষজ্ঞেরা অনুমান করেছিলেন, ১১ অগস্ট সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেলে তা ‘পাঠান’-এর নজির ভেঙে ফেলবে।
০৪১৭
কিন্তু মুক্তির প্রথম দিন ৪০ কোটি টাকার ব্যবসা করে ‘গদর ২’। বিশেষজ্ঞদের এই অনুমান না মিললেও তাঁদের অঙ্কের হিসাব এখনও বাকি। তাঁদের দাবি, ‘পাঠান’কে টেক্কা দিতে পারার মতো ছবি এখনও মুক্তির অপেক্ষায়।
০৫১৭
অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে ৩৫০ থেকে ৩৭৩ কোটি টাকা ব্যবসা করেছিল।
০৬১৭
‘পুষ্পা’ ছবির প্রথম পর্বের সাফল্যের দিকে নজর রেখে ছবি বিশেষজ্ঞেরা অনুমান করেছেন, ‘পুষ্পা ২’ মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর নজির ভাঙবে।
০৭১৭
চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৪ সালের গোড়ায় মুক্তি পেতে পারে ‘পুষ্পা’র সিক্যুয়েল।
০৮১৭
তালিকায় অন্য এক দক্ষিণী অভিনেতার ছবিও রয়েছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের ‘লুক’ প্রকাশ্যে আসার পর দর্শকের মধ্যে কৌতূহল যেন দশ গুণ বৃদ্ধি পেয়েছে।
০৯১৭
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাসের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকে।
১০১৭
২০২৪ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির। এই ছবি যে মুক্তির প্রথম দিনে বিপুল ব্যবসা করবে তা নিয়ে সন্দেহ নেই ছবি বিশেষজ্ঞদের।
১১১৭
চলতি বছরেই মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। মুক্তির প্রথম দিন ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি। যদিও ‘আদিপুরুষ’ বক্স অফিসে ভাল ব্যবসা করতে ব্যর্থ হয়।
১২১৭
চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। সলমন খান এবং ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিটি মুক্তির প্রথম দিনে ‘পাঠান’কে টেক্কা দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
১৩১৭
তবে শাহরুখের ছবিকে টেক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে শাহরুখের ছবিরই। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’।
১৪১৭
‘জওয়ান’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ, এ ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতির মতো দক্ষিণী তারকারা। ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
১৫১৭
ছবি বিশেষজ্ঞদের অনুমান, ‘জওয়ান’ ছবি মুক্তির প্রথম দিনে এমন ব্যবসা করবে যা ‘পাঠান’কেও হার মানাবে।
১৬১৭
তালিকায় রয়েছে শাহরুখেরই অন্য একটি ছবি। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডঙ্কী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে।
১৭১৭
চলতি বছরের ডিসেম্বর মাসে ‘ডঙ্কী’ মুক্তির সম্ভাবনা রয়েছে। এই ছবিও মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর চেয়ে বেশি ব্যবসা করবে বলে ছবি বিশেষজ্ঞদের ধারণা।