ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দিল্লির স্টেট ব্যাঙ্কের পার্লামেন্ট হাউসের শাখায় রয়েছে ২৫ লক্ষ ৯৯ হাজার ১৭১ টাকা। গোরক্ষপুরের পঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের গোরক্ষনাথ শাখায় রয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৫১ টাকা। স্টেট ব্যাঙ্কের লখনউ বিধান সভা মার্গের শাখায় জমা আছে ৬৭ লক্ষ ৮৫ হাজার ৩৯৫ টাকা। গোরক্ষনাথের স্টেট ব্যাঙ্ক শাখায় রয়েছে সাত হাজার ৯০৮ টাকা।
২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধান পরিষদে মনোনীত হওয়ার আগেও নিজের সম্পত্তির হিসেব দিতে হয়েছিল যোগীকে। তাতে প্রায় ৯৬ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন যোগী। যার মধ্যে দু’টি বড় এসইউভি গাড়িও ছিল। একটির মূল্য ১৩ লক্ষ টাকার কিছু বেশি অন্যটির দাম প্রায় ৮ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু ২০২২ সালের নির্বাচনে যোগীর দেওয়া সম্পত্তির হিসেবে বলা হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর নিজস্ব কোনও গাড়ি নেই।
কোনও কৃষিজমি নেই যোগীর। গত তিন আর্থিক বর্ষে ক্রমান্বয়ে কমেছে বার্ষিক উপার্জনও। ২০১৮ -১৯ অর্থবর্ষে যোগীর মোট আয় ছিল ১৮ লক্ষের বেশি। পরের বছর তা নেমে আসে সাড়ে ১৫ লক্ষে। ২০২০-২১ আর্থিক বর্ষে যোগীর মোট আয় ১৩ লক্ষ ২০ হাজার ৬৫৩ টাকা। তবে আয় কমলেও যোগী সম্পূর্ণ ঋণমুক্ত। তাঁর হলফনামা বলছে, কোথাও কোনও দেনা রাখেননি উত্তরপ্রদেশের গোরক্ষপুর নগরের বিধানসভা প্রার্থী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy