কিভের বেসমেন্টে আজকাল রাত জাগছেন ওলগা (নাম পরিবর্তিত)-ও। সপ্তাহ দুয়েক আগে একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজারের চাকরি ছেড়েছেন। সোমবার থেকে তাঁর নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। তবে শিয়রে এখন শত্রুর ছায়া! তাই সে সব ছেড়েছুড়ে ওলগাও যোগ দিয়েছেন মলোটভ ককটেল প্রস্তুতকারীদের দলে। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের আট থেকে আশির মতো তিনিও প্রতিরোধ গড়ে তুলতে চান। ওলগা বলেন, ‘‘নতুন চাকরির থেকেও এটা জরুরি।’’
কী থাকে ওই মিশ্রণে? বিয়ার, জিন, ওয়াইনের সঙ্গে মেশানো হয় সিরাপ-চিনি-নানা ফলের রসযুক্ত সানগ্রিয়া। এর পর ওই মিশ্রণটিতে ঢালা হয় জ্বালানী এবং তেল। এর পর তা বোতলে ভরে তার মুখে তা পর্দার বা রুমালের টুকরো গুঁজে দেওয়া হয়। বোতল ছোড়ার পর সেটি ফিউজের কাজ করে। এর পর ওই কাপড়ের টুকরোয় কিছুটা অংশ সলতের মতো পাকিয়ে তাতে আগুন লাগিয়ে মলোটভ ককটেল ছুড়ে দেওয়া হয়।
যুদ্ধে যে তাঁদের জয় নিশ্চিত, তা মনে করছেন বহু ইউক্রেনীয়। টুইটারে এক জনের মন্তব্য, ‘দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ৮০ বছরের ইউক্রেনীয়ও। মলোটভ ককটেল তৈরি করে যুদ্ধ করছেন তিনি। দু’জন প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়নও ময়দানে নেমেছেন। মানুষের স্বাধীনতা রক্ষা করতে প্রেসিডেন্ট (ভোলোদিমির) জেলেনস্কি নিজের জীবন বিপন্ন করছেন। পুতিন জিততে পারবেন না!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy