টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউক্রেনের ‘মিগ-২৯’ যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। এমনকি, নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বায়ুসেনার বিমান। সব মিলিয়ে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছেন তিনি। সত্যিই কি এমন করেছেন ‘ঘোস্ট অব কিভ’?
ইউক্রেনের অজানা ওই বিমানচালকের এ হেন কীর্তির সত্যতা নিয়ে প্রশ্নের মাঝেই একটি ভিডিয়োতে ৫০ লক্ষের পছন্দ হয়েছে। একটি ভাইরাল পোস্টে এক জনের দাবি, ‘রাশিয়ান বায়ুসেনার দু’টি এসইউ-৩৫, একটি এসইউ-২৭, একটি মিগ-২৯ এবং দু’টি এসইউ-২৫ বিমান উড়িয়ে দিয়েছে ঘোস্ট অব কিভ।’ তবে এ সবই গুজব বলে উড়িয়ে দিয়েছে নানা সংবাদমাধ্যম থেকে শুরু করে টুইটার ব্যবহারকারীদের একাংশ।
টুইটারে ইউক্রেন সরকারের দাবি, ‘২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ান হানাদারির প্রথম ৩০ ঘণ্টায় রাশিয়ার ছ’টি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ঘোস্ট অব কিভ। এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি সামরিক বিমানকে ধ্বংস করেছে।’ এর সঙ্গে মন্তব্য, ‘(আকাশপথে যুদ্ধে) ওস্তাদ বিমানচালক হতে গেলে কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা বা়ঞ্ছনীয়। তবে ঘোস্ট অব কিভ তার দ্বিগুণ সংখ্যক বিমানকে গুলি করে মাটিতে নামিয়েছে।’
‘ঘোস্ট অব কিভ’-কে অলিখিত ভাবে জাতীয় নায়কের মর্যাদাও দিয়ে ফেলেছে ইউক্রেন। একটি কার্টুন-সহ সরকারি অ্যাকউন্টে ওই ভিডিয়োটি শুরু হয়েছে। ভিডিয়োটি শুরুর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি লাইন। তাতে লেখা, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়তো এই প্রথম এক জন ওস্তাদ বিমানচালক পেল ইউক্রেন। মিগ-২৯ বিমানের এই অজানা চালক ঘোস্ট অব কিভ নামে পরিচিত! ইউক্রেনীয়রা এই সাহসী নায়কের কাছে কৃতজ্ঞ, যিনি রাশিয়ার বিমান দিয়ে প্রাতরাশ সারছেন।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy