রাশিরা-ইউক্রেনের যুদ্ধের মধ্যেই বেপাত্তা ব্রিটেনের ষষ্ঠ ধনী ব্যক্তি। হদিশ পাওয়া যাচ্ছে না পুতিন-ঘনিষ্ঠ ব্রিটিশ ধনকুবের আলিশের উসমানভের। এমনই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। তাদের আরও দাবি, ক্রোক করা হতে পারে উসমানভের বিপুল সম্পত্তি। তাই বেনামে লন্ডনের প্রায় ৫০৬ কোটির একটি প্রাসাদ বিক্রির চেষ্টায় রয়েছেন তিনি।