অতিমারিতে চাকরি হারিয়ে দু’বছর বসে থাকার পর আচমকাই এসেছিল ভাল চাকরির প্রস্তাব। দুবাইয়ে ইন্টারভিউ। কর্মক্ষেত্র তাইল্যান্ড। বেতন এতটাই ভাল যে, কোয়েম্বত্তুরের বাসিন্দা, পেশায় গ্রাফিক ডিজাইনার স্টিফেন ওয়েসলি হাতে চাঁদ পেয়েছিলেন। তবে স্টিফেন ভাবতে পারেননি সেই ‘ভাল বেতনের’ বিনিময়ে কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে তাঁর জন্য!
নিয়োগপত্র হাতে পেয়ে রওনা হয়েছিলেন কর্মক্ষেত্রের উদ্দেশে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই চেপে বসতে শুরু করে ভয়। স্টিফেন জানিয়েছেন, ভয়ের কারণ ছিল মূলত দু’টো। এক, যে ভাবে তাঁদের কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই, কর্মক্ষেত্রে পৌঁছনোর আগেই কেড়ে নেওয়া হয়েছিল তাঁদের পাসপোর্ট। জোর করে সই করানো হয়েছিল চুক্তিপত্রে। অথচ এ ব্যাপারে আগে থেকে একটি কথাও জানানো হয়নি তাঁদের।