চারিদিকে চিক চিক করছে সোনালি বালির দানা। বিস্তীর্ণ মরুভূমির সবচেয়ে উঁচু বালির স্তূপ থেকে উঁকি দিচ্ছে সূর্য, নীল আকাশ। শুনে মনে হতেই পারে আরব দেশের কোনও মরুভূমির কথা হচ্ছে। কিন্তু আসলে তা নয়। কথা হচ্ছে, জাপানের ছোট মরুভূমি অঞ্চল টোটোরির। যা জাপানের জনবিরল সান ইন অঞ্চলের উপকূল বরাবর বিস্তৃত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মরুভূমি ধীরে ধীরে ‘ভ্যানিশ’ হয়ে যাচ্ছে! আর তার কারণ জানতেই তৎপর বিশেষজ্ঞরা।