Advertisement
২২ নভেম্বর ২০২৪
Gold

পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা মজুত করে রেখেছে কোন দেশ? ভারতের হাতে রয়েছে কত টন সোনা?

সোনা ফিরিয়ে এনে এখন মোট কত টন সোনার মালিক হল ভারত? পৃথিবীর কোন দেশের হাতে কত সোনা রয়েছে? সেই হিসাব প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ০৮:০১
Share: Save:
০১ ১৬
image of gold

ইংল্যান্ড থেকে প্রায় ১০০ টন সোনা ভারতে নিয়ে আসা হয়েছে। সেই সোনা অবশ্য ভারতেরই। জমা রাখা ছিল ১৯৯১ সাল থেকে। সেই সোনা ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনা ফিরিয়ে এনে এখন মোট কত টন সোনার মালিক হল ভারত?

০২ ১৬
image of gold

এত দিন বিদেশে ৫০০ টন সোনা জমা রেখেছিল ভারত। দেশে ছিল ৩০০ টন সোনা। এখন ১০০ টন সোনা ফিরিয়ে আনল।

০৩ ১৬
image of gold

এর ফলে এখন দেশ এবং বিদেশ মিলিয়ে সোনা সঞ্চয়ের পরিমাণ একই হয়ে দাঁড়াল। প্রায় ৪০০ টন করে সোনা দেশে এবং বিদেশে সঞ্চিত রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।

০৪ ১৬
image of gold

কেন সেই সোনা বিদেশে সঞ্চিত রাখা হয়? দেশের মধ্যে অস্থিরতার কথা ভেবেই সোনা সরিয়ে রাখা হয় বিদেশে।

০৫ ১৬
image of gold

তা হলে ভারত কেন সোনা ফিরিয়ে আনতে উদ্যোগী হল? রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা, ইংল্যান্ড-সহ অনেক দেশই ভ্লাদিমির পুতিনের দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে বিদেশি ব্যাঙ্কে রাশিয়ার জমা রাখা সম্পদ ‘ক্লোজ়ড’ করে দেওয়া হয়েছে। ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

০৬ ১৬
image of gold

পৃথিবীর কোন দেশের হাতে কত সোনা রয়েছে? সেই হিসাব প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

০৭ ১৬
image of gold

সব থেকে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে। ৮,১৩৩.৪৬ টন সোনা জমা রয়েছে তাদের।

০৮ ১৬
image of gold

তার পরেই রয়েছে জার্মানি। তাদের সঞ্চিত সোনার পরিমাণ ৩,৩৫২.৬৫ টন সোনা।

০৯ ১৬
image of gold

সোনা সঞ্চয়ের হিসাবে তৃতীয় স্থানে ইটালি। তাদের ভান্ডারে রয়েছে ২,৪৫১.৮৪ টন সোনা।

১০ ১৬
image of gold

চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সঞ্চয়ে রয়েছে ২,৪৩৬.৮৮ টন সোনা।

১১ ১৬
image of gold

সোনা সঞ্চয়ের দিক থেকে পঞ্চম স্থানে রাশিয়া। তাদের ভান্ডারে রয়েছে ২,৩৩২.৭৪ টন সোনা।

১২ ১৬
image of gold

ষষ্ঠ স্থানে রয়েছে চিন। তাদের সঞ্চিত সোনার পরিমাণ ২,২৬২.৪৫ টন।

১৩ ১৬
image of gold

সপ্তম স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। তাদের ভান্ডারে সোনা রয়েছে ১,০৪০ টন।

১৪ ১৬
image of gold

অষ্টম স্থানে রয়েছে জাপান। তাদের ভান্ডারে সোনা রয়েছে ৮৪৫.৯৭ টন।

১৫ ১৬
image of gold

নবম স্থানে রয়েছে ভারত। ভান্ডারে সঞ্চিত রয়েছে ৮২২.০৯ টন সোনা।

১৬ ১৬
image of gold

তালিকায় দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ভান্ডারে সোনা রয়েছে ৬১২.৪৫ টন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy