Top Tech Deals: ৩ লক্ষ কোটি থেকে ৫ লক্ষ কোটি! তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সেরা ১০ চুক্তি
সফ্টঅয়্যার কোম্পানি মাইক্রোসফ্টের নাম বিশ্বজোড়া। এই সংস্থার মালিক বিল গেটস একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও ছিলেন।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৫:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।
০২২২
এর আগে টুইটারের মালিক ছিলেন একাধিক ব্যক্তি। তবে ইলন পুরো সংস্থাটি কিনে নেওয়ার পর টুইটার একক মালিকের হাতে গেল।
০৩২২
তবে এই প্রথম নয়। এর আগেও বিপুল টাকার বিনিময়ে বিভিন্ন বড় তথ্যপ্রযুক্তি সংস্থার মালিকানা বদল হয়েছে। দেখে নিন এ রকমই ১০টি বহু মূল্য মালিকানা হস্তান্তর। কত টাকার বিনিময়ে এই চুক্তিগুলি হয়েছিল, তা দেখলে চোখ কপালে উঠবে।
০৪২২
এখনও অবধি এই তালিকায় সবচেয়ে দামি চুক্তির নিরিখে এগিয়ে আছে তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল এবং ইএমসি-র চুক্তি। ২০১৬ সালে কম্পিউটারের মেমরি বোর্ড প্রস্তুতকারী ইএমসি সংস্থাকে কিনে নেয় কম্পিউটার ও কম্পিউটারের প্রয়েজনীয় সরঞ্জাম তৈরি করা আমেরিকার সংস্থা ডেল।
০৫২২
৬৭০০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ১২ হাজার ৭০৬ কোটি টাকায় ইএমসি-র মালিকানা পায় ডেল।
০৬২২
এর পরই জায়গা পেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা এএমডি এবং ইলিনক্স-র মধ্যে চুক্তি। ২০২২ সালের গোড়াতেই এই চুক্তি হয়। এএমডি বিশ্বের অন্যতম সেরা গেমিং কম্পিউটারের প্রসেসর প্রস্তুককারী সংস্থা।
০৭২২
৫০০০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৬১৬ কোটি টাকায় ইলিনক্সকে কিনে নেয় এএমডি।
০৮২২
এর পরই রয়েছে ইলনের টুইটার-চুক্তি। ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ২২ লাখ টাকা)-এর বিনিময়ে টুইটারের মালিকানা পেলেন তিনি।
০৯২২
চতুর্থ বহু মূল্য চুক্তি হিসেবে তালিকায় যে দুই নাম রয়েছে, তা হল অ্যাভাগো এবং ব্রডকম। ২০১৬ সালে দুই সংস্থার মধ্যে এই চুক্তি হয়েছিল।
১০২২
৩৭০০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৬ কোটি টাকা।
১১২২
২০১৯ সালে রেড হ্যাট সংস্থার মালিকানা পায় বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম।
১২২২
এই চুক্তি হয়েছিল ৩৪০০ কোটি ডলারের বিনিময়ে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ২ লক্ষ ৬০ হাজার ১৭৯ কোটি টাকা।
১৩২২
এ রকমই এক বহুমূল্য চুক্তি হয় জাপানের বহুজাতিক সংস্থা সফ্টব্যাঙ্ক এবং ব্রিটিশ সফ্টঅয়্যার ডিজাইন সংস্থা এআরএম-র মধ্যে। এআরএম সংস্থা অ্যাপলের মতো সংস্থার জন্যও সফ্টঅয়্যার ডিজাইন করেছে।
১৪২২
৩,১৪০ কোটি ডলার অর্থাৎ প্রায় ২ লক্ষ ৪০ হাজার ২৮৩ কোটি টাকায় এই চুক্তি হয়। তবে সম্প্রতি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এআরএম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সফ্টব্যাঙ্ক।
১৫২২
২০২০ সালে আমেরিকার সফ্টঅয়্যার সংস্থা স্ল্যাক-কে কিনে নেয় আমেরিকার অন্য এক সফ্টঅয়্যার সংস্থা সেলসফোর্স। এই চুক্তিতেও অর্থের অঙ্কও নেহাত কম ছিল না।
১৬২২
এই চুক্তি হয়েছিল ২৭৭০ কোটি ডলারের বিনিময়ে। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৬ হাজার ৬১২ কোটি টাকা।
১৭২২
সফ্টওয়্যার কোম্পানি মাইক্রোসফটের নাম বিশ্বজোড়া। এই সংস্থার মালিক বিল গেটস্ একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও ছিলেন। এই সংস্থা এক নম্বর সফ্টঅয়্যার সংস্থার তকমাও পেয়েছে।
১৮২২
২০১৬ সালে পেশাদারদের সংযোগকারী সংস্থা লিঙ্কডইন কিনে নেয় মাইক্রোসফট। মাইক্রোসফট ২৬২০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৪৯১ কোটি টাকা) দিয়ে লিঙ্কডইন-এর মালিকানা পায়।
১৯২২
২০২০ সালে সফ্টঅয়্যার কোম্পানি স্প্রিন্টের মালিকানা নেয় জার্মানির মোবাইল প্রস্তুতকারী সংস্থা টি-মোবাইল।
২০২২
২৬০০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৯৮ হাজার ৯৬০ কোটি টাকার পরিবর্তে স্প্রিন্টের হাতবদল হয়।
২১২২
২০০১ সালে এ রকমই এক চুক্তি হয় দুই কম্পিউটার সংস্থার মধ্যে। প্রচুর টাকার বিনিময়ে কমপ্যাক কিনে নেয় এইচপি।
২২২২
১ লক্ষ ৯১ হাজার ৩০৮ কোটি টাকা দিয়ে কমপ্যাক কিনে নেয় অন্যতম বৃহৎ কম্পিউটার সংস্থা এইচপি।