Advertisement
০৪ জুলাই ২০২৫
India-China-Pakistan Trade

দুই ‘বন্ধু’ চিন এবং পাকিস্তানকে কী কী পণ্য রফতানি করে ভারত? শুল্কযুদ্ধের আবহে চর্চায় সেই তালিকা

যে দেশগুলি নিজেদের পণ্য সবচেয়ে বেশি বিদেশে রফতানি করে, সেই তালিকায় একেবারে উপরে রয়েছে চিন। তালিকায় ভারত বেশ কিছুটা পরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৮
Share: Save:
০১ ১৬
What India export to Pakistan and China

বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যে চড়া শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাত থেকে নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার কথা।

০২ ১৬
What India export to Pakistan and China

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে। ভারতও সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

০৩ ১৬
What India export to Pakistan and China

গয়না, পোশাক, বৈদ্যুতিন জিনিসপত্র থেকে শুরু করে মাংস, কৃষিপণ্য ভারত থেকে আমেরিকায় যায়। আমেরিকায় সে সব জিনিসের চাহিদা কম নয়।

০৪ ১৬
What India export to Pakistan and China

কিন্তু জানা আছে কি দুই প্রতিবেশী চিন এবং পাকিস্তানে কোন কোন পণ্য রফতানি করে ভারত?

০৫ ১৬
What India export to Pakistan and China

যে দেশগুলি নিজেদের পণ্য সবচেয়ে বেশি বিদেশে রফতানি করে, সেই তালিকায় একেবারে উপরে রয়েছে চিন। তালিকায় ভারত বেশ কিছুটা নীচে।

০৬ ১৬
What India export to Pakistan and China

তবে তা সত্ত্বেও ভারত যে পরিমাণ পণ্য দেশের বাইরে পাঠায়, তা নেহাত কম নয়। ভারত বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পণ্য রফতানি করে। এই তালিকায় চিনও রয়েছে। রয়েছে পাকিস্তানও।

০৭ ১৬
What India export to Pakistan and China

ভারত পাকিস্তান এবং চিনের কাছে কী কী পণ্য বিক্রি করে তা জেনে অনেকেই অবাক হবেন।

০৮ ১৬
What India export to Pakistan and China

ভারতের চা এবং মশলার সুখ্যাতি বিশ্বজোড়া। অনেক দেশেই এই দুই পণ্য রফতানি করে ভারত। চিনও চা এবং মশলা কেনে ভারত থেকে।

০৯ ১৬
What India export to Pakistan and China

চিনে তুলোও রফতানি করে ভারত। উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম তুলা রফতানিকারক দেশ।

১০ ১৬
What India export to Pakistan and China

এর বাইরে, ভারত থেকে ইস্পাত তৈরির কাঁচামাল, ওষুধ এবং সামুদ্রিক খাবারও আমদানি করে বেজিং।

১১ ১৬
What India export to Pakistan and China

‘বন্ধু’ পাকিস্তানেও একাধিক পণ্য রফতানি করে ভারত। বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও উভয় দেশই একে অপরকে প্রচুর পরিমাণ পণ্য আমদানি-রফতানি করে। যদিও বিগত কয়েক বছরে সেই পরিমাণ কমেছে।

১২ ১৬
What India export to Pakistan and China

তবে এখনও অনেক জিনিস আছে যা ভারত পাকিস্তানের কাছে বিক্রি করে। সে সব পণ্যের মধ্যে অন্যতম ওষুধ।

১৩ ১৬
What India export to Pakistan and China

এ ছাড়া ভারতীয় চা এবং কফি পাকিস্তানে বিপুল জনপ্রিয়। তাই ইসলামাবাদকে ওই দুই গরম পানীয় সরবরাহ করে নয়াদিল্লি।

১৪ ১৬
What India export to Pakistan and China

পাকিস্তানে ফল এবং সব্জিও পাঠায় ভারত। এর মধ্যে পেঁয়াজ, আদা এবং টোম্যাটো অন্যতম।

১৫ ১৬
What India export to Pakistan and China

এ ছাড়াও, প্লাস্টিক, রাবার এবং রাসায়নিক পণ্যও ভারত থেকে পাকিস্তানে যায়। পাকিস্তানে তুলো এবং পোশাকও রফতানি করে ভারত।

১৬ ১৬
What India export to Pakistan and China

প্রসঙ্গত, এর মধ্যে আমেরিকার শুল্কনীতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে। চিন, পাকিস্তানের তুলনায় ভারতের উপর কম শুল্ক চাপিয়েছেন ট্রাম্প (২৬ শতাংশ)। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত-সহ একাধিক দেশ ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy