এই হাঙর ‘গ্যালিওসারডো’ প্রজাতির একমাত্র জীবিত সদস্য। এক পূর্ণবয়স্ক টাইগার হাঙর দৈর্ঘ্যে ৫ মিটারেরও বেশি লম্বা হতে পারে।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১১:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সমুদ্রের তলের দৃশ্য তোলার জন্য একটি ক্যামেরা রেখে এসেছিলেন এক ডুবুরি চিত্রগ্রাহক। সেই ক্যামেরা গিলে ফেলল ‘টাইগার শার্ক’ বা ‘টাইগার হাঙর’!
০২১৫
তার পর কী হল, সেই গল্পে যাব। কিন্তু তার আগে দেখে একটু ছানবিন করা যাক, এই বিশেষ প্রজাতির হাঙরটি নিয়ে।
০৩১৫
রিকুয়েম হাঙরের একটি প্রজাতি টাইগার হাঙর বা টাইগার শার্ক। বিজ্ঞানসম্মত নাম ‘গ্যালিওসারডো কুভিয়ার’।
০৪১৫
এই হাঙর ‘গ্যালিওসারডো’ প্রজাতির একমাত্র জীবিত সদস্য। এক পূর্ণবয়স্ক টাইগার হাঙর দৈর্ঘ্যে ৫ মিটারেরও বেশি লম্বা হতে পারে।
০৫১৫
গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে দেখতে পাওয়া গেলেও এদের সব থেকে বেশি দেখতে পাওয়া যায় মধ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের চারপাশে।
০৬১৫
এই হাঙরের পেটের দু’পাশে বাঘের মতো ডোরা কাটা দাগ থাকার কারণে এদের টাইগার হাঙর বলা হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই দাগ অদৃশ্য হতে থাকে।
০৭১৫
দল বেঁধে থাকা একেবারেই না-পছন্দ টাইগার হাঙরের। একা একা নিশ্চুপে শিকার করতে ভাল বাসে। এই হাঙরের খাদ্য তালিকায় রয়েছে মাছ, সিল মাছ, স্কুইড, কচ্ছপ, সামুদ্রিক সাপ, ডলফিন এবং এমনকি অন্যান্য ছোট হাঙ্গরও।
০৮১৫
সমুদ্রের আবর্জনা এবং পচনশীল খাবার খেতেও পছন্দ করে টাইগার হাঙর। তবে কখনও কখনও এই শিকারি হাঙরকেও শিকার হতে হয়। ঘাতক তিমি দলের সামনে পড়লে বিপদে পড়তে হয় এই হাঙরকে।
০৯১৫
তবে সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া একটি ভিডিওয় ধরা পড়েছে, কী ভাবে এক ডুবুরির রেখে আসা ক্যামেরা পেটে পুরল এক টাইগার শার্ক।
১০১৫
তবে গলাধঃকরণ করার পরও বিশেষ সুবিধা করতে না পেরে অবশেষে এই ক্যামেরা উগরে দিতে বাধ্য হয় ‘বাঘ’ হাঙর বাবাজি।
১১১৫
‘জিমি দ্য কি়ড’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করেছেন।
১২১৫
ছবিতে দেখা যাচ্ছে জলের তলায় ক্যামেরাটি দেখে কৌতূহলী হয়ে এটির দিকে এগিয়ে আসে হাঙরটি।
১৩১৫
কাছে এসে ক্যামেরাটিতে কামড় বসায় হাঙরটি। বাগে আনতে না পেরে ক্যামেরাটি গেলারও চেষ্টা করে এই হাঙর।
১৪১৫
তখনই ক্যামেরায় ধরা পড়ে হাঙরের পেটের ভিতরের দৃশ্য। সেই ছবি দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটাগরিকরাও।
১৫১৫
তবে কয়েক সেকেন্ড পেটের ভিতরে রাখার পরই ‘বিস্বাদ খাবার’টি বের করে দেয় হাঙরটি।