This couple has been living inside manhole for 22 years dgtl
Bizarre
‘কেয়ার অফ ম্যানহোল’! ২২ বছর ধরে নর্দমার মধ্যেই পরিপাটি সংসার
বাড়ি নয়, বরং ম্যানহোলের ভিতর দীর্ঘ ২২ বছর ধরে রয়েছেন মারিয়া গার্সিয়া এবং তাঁর স্বামী মিগুয়েল রেস্ট্রেপো। কলোম্বিয়ার বাসিন্দা তাঁরা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
মাথার উপর ছাদ রয়েছে, চার দেওয়ালের ভিতর নিজেদের সংসার গুছিয়ে তুলেছেন কলোম্বিয়ার এক দম্পতি। কিন্তু এই দম্পতির কাহিনি অন্য রকম। কোনও বাড়ি নয়, বরং ম্যানহোলের ভিতর দীর্ঘ ২২ বছর ধরে রয়েছেন তাঁরা।
০২১২
মারিয়া গার্সিয়া এবং তাঁর স্বামী মিগুয়েল রেস্ট্রেপো। দু’জনের আলাপ হয় কলোম্বিয়ার মেডেলিন অঞ্চলে। দু’জনের মধ্যে এক অদ্ভুত মিল ছিল।
০৩১২
মাত্রাতিরিক্ত মাদকদ্রব্য সেবন করতেন দু’জনেই। সেই সূত্রেই আলাপ হয় মারিয়া ও মিগুয়েলের। রাস্তার ধারে থাকতেন তাঁরা দু’জন। কিন্তু তাঁরা বুঝতে পারেন, মাদকসেবনের ফলে দু’জনের জীবন শেষ হয়ে যাচ্ছে।
০৪১২
মারিয়া ও মিগুয়েল সিদ্ধান্ত নেন, তাঁরা মাদকসেবন থেকে নিজেদের দূরে রাখবেন। মাথার উপর স্থায়ী কোনও ছাদ ছিল না তাঁদের। আত্মীয়-পরিজনেরাও তাঁদের আশ্রয় দেননি। এমনকি, আর্থিক দিক দিয়ে সহায়তাও করেননি।
০৫১২
অবশেষে তাঁরা আশ্রয় নেন একটি ম্যানহোলের ভিতর। দুর্গন্ধ ও জঞ্জালে ভর্তি ম্যানহোলকেই দু’জন মিলে সাজিয়ে তোলেন।
০৬১২
একটি ছোট বিছানা, রান্না করার আলাদা জায়গা থেকে শুরু করে এই ম্যানহোলের ভিতর বিদ্যুৎসংযোগেরও সুবিধা রয়েছে। রয়েছে টেলিভিশনও।
০৭১২
সব রকম সুবিধা থাকা সত্ত্বেও তাঁরা এই ম্যানহোল ছেড়ে অন্য কোথাও যাননি।
০৮১২
তাঁরা এ ভাবে থাকতেই অভ্যস্ত। শহরের কোলাহল থেকে দূরে থাকতেই পছন্দ করেন মারিয়া ও মিগুয়েল।
০৯১২
জামাকাপড় রাখার জন্য কাঠের পাটাতন দিয়ে তাকও বানিয়েছেন তাঁরা।
১০১২
উৎসবের দিন তাঁরাও ম্যানহোলের বাইরে সুন্দর করে সাজিয়ে রাখেন। বড়দিন থেকে শুরু করে সব রকম উৎসব এখানেই পালন করেন মারিয়া ও মিগুয়েল।
১১১২
তাঁদের কাছে ব্ল্যাকি নামের একটি পোষ্য কুকুর রয়েছে। তারও ঠিকানা ‘কেয়ার অফ ম্যানহোল।’
১২১২
মারিয়া এবং মিগুয়েল যখন থাকেন না, তখন ব্ল্যাকি তাঁদের ‘স্বপ্নের বাড়ি’ পাহারা দেয়।