This bollywood film earned 832 crore rupees overseas made with 2 crore rupees dgtl
Bollywood Film
‘জওয়ান’ তো শিশু! ২ কোটি খরচে তৈরি বাঙালি নায়কের এক ছবি শুধু বিদেশেই ৮৩২ কোটির ব্যবসা করেছিল
‘জওয়ান’, ‘পাঠান’ হোক বা ‘কেজিএফ ২’, ‘আরআরআর’— হাজার কোটির ক্লাবে এই ছবিগুলি নাম লেখানোর বহু আগে বক্স অফিসে নজির গড়েছিল অন্য একটি ছবি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১২:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
চলতি বছর বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের দু’টি ছবি মুক্তি পেয়েছে। মুক্তির পর ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবি দু’টি বিশ্ব জুড়ে এক হাজার কোটি টাকা আয় করে ফেলেছে। এর আগে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আমির খানের ছবি ‘দঙ্গল’।
০২১৪
ভারতীয় ছবির মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে রয়েছে দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’। বিশ্ব জুড়ে এই ছবিগুলি উপার্জনের পাশাপাশি বহুল প্রশংসাও কুড়িয়েছে।
০৩১৪
কিন্তু ‘জওয়ান’, ‘পাঠান’ হোক বা ‘কেজিএফ ২’, ‘আরআরআর’— হাজার কোটির ক্লাবে এই ছবিগুলি নাম লেখানোর অনেক আগেই বক্স অফিসে নজির গড়েছিল অন্য একটি ছবি। আশির দশকে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন এক বাঙালি অভিনেতা।
০৪১৪
১৯৮২ সালে বব্বর সুভাষের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী।
০৫১৪
২ কোটি টাকা বাজেটে তৈরি ‘ডিস্কো ডান্সার’ ছবিটি দেশের বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে।
০৬১৪
কিন্তু দেশের চেয়েও ‘ডিস্কো ডান্সার’ ছবিটি বিদেশের মাটিতে আট গুণ বেশি ব্যবসা করে বলে বলিপাড়া সূত্রে খবর।
০৭১৪
‘ডিস্কো ডান্সার’ ছবিটি রাশিয়ায় মুক্তির পর সে দেশের প্রেক্ষাগৃহগুলি থেকে মোট ১২ কোটি টিকিট বিক্রি হয়।
০৮১৪
বলিপাড়া সূত্রে খবর, রাশিয়া থেকে ‘ডিস্কো ডান্সার’ ছবিটি ৮৩২ কোটি টাকার ব্যবসা করে।
০৯১৪
‘ডিস্কো ডান্সার’ প্রথম ভারতীয় ছবি যা বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নিজের জায়গা করে নেয়।
১০১৪
মিঠুনের ‘ডিস্কো ডান্সার’ ভারতীয় ছবি হিসাবে বিদেশের মাটিতে সর্বোচ্চ ব্যবসা করে।
১১১৪
বলিপাড়া সূত্রে খবর, প্রায় তিন দশক ধরে বিদেশের মাটিতে সর্বোচ্চ উপার্জনকারী ছবি হিসাবে নিজের জায়গা ধরে রাখে ‘ডিস্কো ডান্সার’।
১২১৪
২০১৫ সালে সলমন খানের ছবি মুক্তির পর তা টেক্কা দেয় মিঠুনের ‘ডিস্কো ডান্সার’কে।
১৩১৪
২০১৫ সালে ভারতে মুক্তি পায় কবির খান পরিচালিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা যায় করিনা কপূর খান এবং নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে।
১৪১৪
পরে আমির খানের ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ও বিদেশে মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসা করে।