Things to know about Persian actress and Jamal Kudu song girl Tannaz Davoodi from Animal movie dgtl
Jamal Kudu Song Girl
ববির সঙ্গে একটি গানে অভিনয় করেই জনপ্রিয়! কী করেন ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুদু গার্ল’?
‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ‘এন্ট্রি সং’ হিসাবেই ব্যবহার করা হয়েছে ‘জামাল কুদু’ গানটি। ধর্মেন্দ্র-পুত্রের পাশাপাশি এই গানে নজর কেড়েছেন এক অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১০:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
চলতি বছরের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি। এই ছবিতেই ব্যবহার করা হয়েছে ‘জামাল কুদু’ গানটি। ববি দেওলের ‘এন্ট্রি সং’ হিসাবেই ব্যবহার করা হয়েছে গানটি। ধর্মেন্দ্র-পুত্র ববির পাশাপাশি এই গানের দৃশ্যে নজর কেড়েছেন এক অভিনেত্রী। তাঁকে নিয়ে এখন আলোচনা সর্বত্র। কে এই অভিনেত্রী? তাঁর আসল পরিচয়ই বা কী?
০২১৬
সাম্প্রতিক কালে সমাজমাধ্যমে যে কোনও স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো পোস্ট করা হলে তার নেপথ্যে অধিকাংশ সময় ‘জামাল কুদু’ গানটিই শোনা যাচ্ছে। এই গানের তালে পা মেলাচ্ছেন শ্রোতাদের অধিকাংশ। ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘জামাল কুদু’ গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তানাজ় ডাভুডিকে।
০৩১৬
‘অ্যানিম্যাল’ ছবিতে ‘জামাল কুদু’ গানের দৃশ্যে মাইকে গান গাইতে দেখা গিয়েছে তানাজ়কে। এই গানের বাণী লেখা ইরানের কবি বিজান স্মন্দরের। পুরনো গানকেই নবরূপে ছবিতে তুলে ধরেছেন সন্দীপ। মদের গ্লাস মাথায় নিয়ে ববির নাচ এই গানের মূল আকর্ষণ তো বটেই। তবে তানাজ়ও কোনও অংশে কম যান না।
০৪১৬
‘জামাল কুদু’ গানে অভিনয় করে ‘জামাল কুদু গার্ল’ নামে জনপ্রিয় হয়ে ওঠেন তানাজ়। ভারতীয় নয়, ইরানের অভিনেত্রী তিনি।
০৫১৬
১৯৯৭ সালের ২৭ জুনে ইরানের তেহরানে জন্ম তানাজ়ের। অভিনেত্রীর বাবার নাম মেহেদি আলিয়ারি এবং মায়ের নাম মারজান ডাইমন্ড।
০৬১৬
২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিন বছর ফ্যাশন নিয়ে কলেজে পড়াশোনা করেন তানাজ়। ফ্যাশন নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর একটি চাকরিও শুরু করেন তিনি।
০৭১৬
কিন্তু চাকরিতে বেশি দিন মন টেকেনি তানাজ়ের। হিন্দি ফিল্মজগতে নিজের কেরিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। মুম্বইয়ে গিয়ে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু করেন তানাজ়।
০৮১৬
বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করার সুযোগ পান তানাজ়। বরুণ ধওয়ান, জন আব্রাহম এবং নোরা ফতেহির মতো বলি তারকাদের সঙ্গে কাজ করেন তানাজ়।
০৯১৬
ইরানেই শৈশবের অধিকাংশ সময় কাটান তানাজ়। বলিপাড়ার একাংশের দাবি, তানাজ়ের বাবা-মা নাকি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে ইরান থেকে পরিবার-সহ লন্ডনে চলে যান তানাজ়।
১০১৬
লন্ডনে গিয়েই ফ্যাশন নিয়ে পড়াশোনা শেষ করেন তানাজ়। বলিপাড়া সূত্রে খবর, শৈশব থেকে হিন্দি ছবির গানের দৃশ্য দেখতে পছন্দ করতেন তিনি। সেগুলি দেখে নিজে থেকেই হিন্দি ছবির গানের নাচের ধাপ শিখে ফেলতেন তিনি।
১১১৬
বলিউডে কেরিয়ার গড়বেন বলে মুম্বইয়ে গিয়ে নাচের প্রশিক্ষণ নেন তানাজ়। নিজের সমাজমাধ্যমেও বলিউডি গানের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করেন তিনি।
১২১৬
হিন্দি ছবিতে গানের দৃশ্যে অভিনয়ের জন্য মাঝেমধ্যেই বিদেশি মহিলাদের প্রয়োজন হয়। বলিপাড়া সূত্রে খবর, ২০১৭ সালে তানাজ় এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হন, যেখান থেকে তিনি হিন্দি ছবির গানের দৃশ্যে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন।
১৩১৬
‘অ্যানিম্যাল’ ছবিতে প্রথম অভিনয় করেননি তানাজ়। এর আগে একাধিক হিন্দি ছবিতে ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ হিসাবে কাজ করেছেন তিনি।
১৪১৬
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে মঞ্চে নাচের পারফরম্যান্স করতে দেখা যায় তানাজ়কে।
১৫১৬
নাচের পাশাপাশি ঘুরতেও ভালবাসেন তানাজ়। কোমরে একটি ছোট ট্যাটু রয়েছে তানাজ়ের।
১৬১৬
সমাজমাধ্যমে তানাজ়ের অনুরাগী মহলও নজরকাড়া। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা দু’লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।