Advertisement
২২ নভেম্বর ২০২৪
Suchana Seth

ঠান্ডা মাথায় খুন করে চার বছরের ছেলের দেহ নিয়ে পালাচ্ছিলেন, ‘মেধাবী’ সূচনার পড়াশোনা কলকাতায়

বরাবর দারুণ ছাত্রী। কেরিয়ারেও সফল। সেই সূচনা কী ভাবে ঠান্ডা মাথায় এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন? কেন করলেন? পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল। সেই ‘তিক্ততা’-র কারণেই সম্ভবত নিজের সন্তানকে খুন করেছেন মা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৯:১৮
Share: Save:
০১ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

গোয়ায় সার্ভিস অ্যাপার্টমেন্টে চার বছরের ছেলেকে খুন করার অভিযোগে গ্রেফতার সূচনা শেঠ। শিশুর দেহ ব্যাগে ভরে পালাচ্ছিলেন। চালকের তৎপরতায় গ্রেফতার উদ্যোগপতি। এই সূচনার কিন্তু কলকাতা-যোগও রয়েছে।

০২ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

কর্নাটকের চিত্রদুর্গ থেকে তাঁকে আটক করে পুলিশ। ক্যাবে চেপে গোয়া থেকে বেঙ্গালুরু ফিরছিলেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ব্যাগ থেকে মেলে চার বছরের শিশুর দেহ।

০৩ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

বরাবর দারুণ ছাত্রী। কেরিয়ারেও সফল। সেই সূচনা কী ভাবে ঠান্ডা মাথায় এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন? কেন করলেন? পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল। সেই ‘তিক্ততা’-র কারণেই সম্ভবত নিজের সন্তানকে খুন করেছেন মা।

০৪ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

সূচনার স্বামী এখন ইন্দোনেশিয়ায় থাকেন। তিনি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ডেভলপার। শিশুটির খুনের বিষয়ে তাঁকে জানিয়েছে পুলিশ। দেশে ফিরে আসতেও বলা হয়েছে।

০৫ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

গত শনিবার উত্তর গোয়ার ক্যান্ডোলিমে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিল ছেলে। সোমবার সকালে সেই হোটেল ছাড়েন। তখন যদিও একা। তাতেই সন্দেহ হয় হোটেলকর্মীদের।

০৬ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

হোটেলকর্মীদের বেঙ্গালুরু পর্যন্ত যাওয়ার জন্য একটি ক্যাব বুক করে দিতে বলেন সূচনা। কর্মীরা তাঁকে বিমান ধরার পরামর্শ দেন। কিন্তু সূচনা নাছোড়। তিনি ব্যাগ নিয়ে ক্যাবে চাপেন।

০৭ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

সূচনা সার্ভিস অ্যাপার্টমেন্টের ঘর ছেড়ে বার হওয়ার পর কর্মীরা সেখানে রক্তের দাগ দেখতে পান। কর্মীরা গোয়া পুলিশকে খবর দেন। ওই ক্যাবের চালকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁর মাধ্যমে সূচনার সঙ্গে কথা বলে।

০৮ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

সূচনাকে ছেলের বিষয়ে জিজ্ঞেস করে পুলিশ। তিনি জানান, ছেলে এক বন্ধুর সঙ্গে রয়েছে। সেই ব্যক্তির ঠিকানাও দেন। পুলিশ খোঁজ নিয়ে দেখে, ওই ঠিকানার কোনও অস্তিত্ব নেই।

০৯ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

এর পর আবার চালককে ফোন করে পুলিশ। তাঁকে গোটা ঘটনা পুলিশ জানায়। চালক পুলিশকে জানান, তিনি কর্নাটকের চিত্রদুর্গ জেলায় প্রবেশ করেছেন। সূচনা যাতে বুঝতে না পারেন, তাই চালকের সঙ্গে স্থানীয় কঙ্কণী ভাষায় কথা বলা শুরু করেন।

১০ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

কঙ্কণী ভাষায় চালককে নিকটবর্তী থানায় গাড়ি নিয়ে যেতে বলে পুলিশ। সেই মতো সূচনাকে টের পেতে না দিয়ে চালক সোজা আইমঙ্গলা থানায় গাড়ি নিয়ে চলে যান। সেখানে প্রস্তুত ছিল পুলিশ।

১১ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

সূচনাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে তেমন কিছুই জানতে পারেনি পুলিশ। এর পর তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই দেখা যায়, সেখানে রয়েছে চার বছরের শিশুর রক্তাক্ত দেহ। এর পরেই সূচনাকে গ্রেফতার করা হয়।

১২ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

কিন্তু হঠাৎ কেন এই কাণ্ড বাধালেন সূচনা? উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান জানিয়েছেন, স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রক্রিয়া শেষের পথে। আদালতের নির্দেশে অখুশি ছিলেন সূচনা। মনে করা হচ্ছে, ছেলে হাতছাড়া হতে পারে আশঙ্কাতেই তিনি খুন করেন।

১৩ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

তিন মাস আগে সমাজমাধ্যমে ছেলেকে নিয়ে একটি পোস্টও করেছিলেন। হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন, ‘কী হবে’। তখন থেকেই কি আশঙ্কা ছিল সূচনার মনে, কী হবে?

১৪ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

এই সূচনার সঙ্গে যোগ রয়েছে কলকাতার। ছেলেবেলা কেটেছে চেন্নাইয়ে। সেখানে গোপালপুরমের ডিএভি গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করতেন তিনি।

১৫ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

এর পরেই সূচনার পরিবার চলে আসে কলকাতায়। কেন, তা অবশ্য জানা যায়নি। ২০০৩ সালে তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে পদার্থবিদ্যা নিয়ে স্নাতকস্তরে ভর্তি হয়েছিলেন। ২০০৬ সালে সেখান থেকেই স্নাতক পাশ করেন। প্রথম বিভাগে।

১৬ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

এর পর সূচনা ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্লাজ়মা ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্সে স্পেশালাইজেশন ছিল তাঁর। ২০০৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

১৭ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

পদার্থবিদ্যার পাশাপাশি সংস্কৃতেও দারুণ আগ্রহ সূচনার। গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে সংস্কৃতে স্নাতকোত্তর ডিপ্লোমা পাশ করেন সূচনা। প্রথম হয়েছিলেন তিনি।

১৮ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

ইংরেজি, বাংলা, তামিল, হিন্দি, সংস্কৃত, ফরাসি— ছ’টি ভাষায় পারদর্শী সূচনা। কম্পিউটারেও বিশেষ ডিগ্রি পাশ করেছিলেন। আমেরিকার বস্টনে এআই নিয়ে পড়াশোনা করেন। তার পর চাকরিও করেন। দু’বছর একটি সংস্থায় কাজ করেন সেখানে।

১৯ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

এর পর বেঙ্গালুরুর একটি সংস্থায় সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন। চার বছর আগে নিজের সংস্থা শুরু করেন— ‘দ্য মাইন্ডফুল এআই ল্যাব’।

২০ ২০
Things to know about Bengaluru CEO Mother who killed her 4 year old son in Goa

বেশ কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে সমস্যা চলছিল সূচনার। দু’জনে আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন। বিচ্ছেদের প্রক্রিয়া যখন প্রায় শেষের পথে, তখনই ছেলেকে খুন করলেন সূচনা। কেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম, প্রতিনিধিত্বমূলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy