the weather department has forecasted the temperature drop after rainfall across west Bengal dgtl
West Bengal Weather Update
বসন্তে ফের পারদপতন বাংলায়! অকালবৃষ্টি কি মদত দিচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনায়?
যদিও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাতের পর জানা গিয়েছে তাপমাত্রা কিছু কমতে পারে বৃষ্টির প্রভাবে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
পূর্বাভাস মতো বৃহস্পতিবার থেকেই বঙ্গে নেমেছে ঝেঁপে বৃষ্টি। হঠাৎ বেড়ে ওঠা তাপমাত্রার হাত থেকে ক্ষণিকের স্বস্তি পেয়েছে মানুষ। তবে বৃষ্টির এই ধারা জারি থাকবে কত দিন? জানাল হাওয়া অফিস।
০২১৪
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল চলতি সপ্তাহে আকাশের মুখ ভার করে ভালই বৃষ্টি হবে রাজ্য জুড়ে। তবে তাপমাত্রার হেরফের চোখে পড়বে না। যদিও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাতের পর জানা গিয়েছে তাপমাত্রা কিছু কমতে পারে বৃষ্টির প্রভাবে।
০৩১৪
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বাকি জেলাগুলিও ভিজবে।
০৪১৪
বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
০৫১৪
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর আবার শুকনো আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
০৬১৪
উত্তরবঙ্গের পাঁচ জেলায় শুক্রবার বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস।
০৭১৪
আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
০৮১৪
জানা গিয়েছে, আপাতত দার্জিলিঙে এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
০৯১৪
তবে শনিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আবহাওয়া মূলত শুকনো থাকবে।
১০১৪
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
১১১৪
বৃহস্পতিবার রাতে শহরে বৃষ্টি হয়েছে। কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায় রাতে কিছু ক্ষণের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায়।
১২১৪
যদিও বৃহস্পতিবারের এই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কোথাও খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি।
১৩১৪
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।