Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
West Bengal Weather Update

বৃষ্টির পরেই ঊর্ধ্বমুখী পারদ, ‘বিশেষ পূর্বাভাস’ও দিল আবহাওয়া দফতর

সোমবার থেকেই গত সপ্তাহের তুলনায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল। মঙ্গলবার রাতের বৃষ্টি তাতে যেন ইন্ধন জোগাল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১২:০৪
Share: Save:
০১ ২০
আবহাওয়ার বদল নজরে পড়ছে রাজ্য জুড়ে। বছরের গোড়ায় কনকনে যে ঠান্ডা পড়েছিল, তা রাতারাতি ঘুরে গেল চলতি মাসের শেষ দফায় এসে। সঙ্গে দোসর অল্প থেকে ভারী বৃষ্টি। সোমবার থেকেই তাপমাত্রা বেড়ে গিয়েছিল গত সপ্তাহের তুলনায়। মঙ্গলবার রাতের বৃষ্টি তাতে যেন ইন্ধন জোগাল।

আবহাওয়ার বদল নজরে পড়ছে রাজ্য জুড়ে। বছরের গোড়ায় কনকনে যে ঠান্ডা পড়েছিল, তা রাতারাতি ঘুরে গেল চলতি মাসের শেষ দফায় এসে। সঙ্গে দোসর অল্প থেকে ভারী বৃষ্টি। সোমবার থেকেই তাপমাত্রা বেড়ে গিয়েছিল গত সপ্তাহের তুলনায়। মঙ্গলবার রাতের বৃষ্টি তাতে যেন ইন্ধন জোগাল।

০২ ২০
মঙ্গলবার বেশ কিছু জেলায় কোথাও বিক্ষিপ্ত, কোথাও বা টানা বৃষ্টি হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার জায়গায় পারদ চড়েছেও অনেকটা। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই মুখভার হয়ে রয়েছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা।

মঙ্গলবার বেশ কিছু জেলায় কোথাও বিক্ষিপ্ত, কোথাও বা টানা বৃষ্টি হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার জায়গায় পারদ চড়েছেও অনেকটা। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই মুখভার হয়ে রয়েছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা।

০৩ ২০
বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

০৪ ২০
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৫ ২০
হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা।

হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা।

০৬ ২০
বৃহস্পতিবার দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

০৭ ২০
দুই ২৪ পরগনার পাশাপাশি নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুই ২৪ পরগনার পাশাপাশি নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৮ ২০
তা ছাড়া কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া জেলার কয়েকটি এলাকা।

তা ছাড়া কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া জেলার কয়েকটি এলাকা।

০৯ ২০
বৃষ্টির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা।

বৃষ্টির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা।

১০ ২০
কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।

কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।

১১ ২০
বুধবার কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। কুয়াশার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায়।

বুধবার কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। কুয়াশার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায়।

১২ ২০
উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৩ ২০
হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের বাকি জেলাগুলিও। বৃষ্টির পাশাপাশি মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে সমস্ত জেলা।

হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের বাকি জেলাগুলিও। বৃষ্টির পাশাপাশি মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে সমস্ত জেলা।

১৪ ২০
শুক্রবার ব়জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির পাশাপাশি শুক্রবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলার একাংশে।

শুক্রবার ব়জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির পাশাপাশি শুক্রবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলার একাংশে।

১৫ ২০
তা ছাড়া উত্তরের অন্য জেলাগুলি হালকা বৃষ্টিতে ভিজতে পারে। শনিবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলার কয়েকটি এলাকায়।

তা ছাড়া উত্তরের অন্য জেলাগুলি হালকা বৃষ্টিতে ভিজতে পারে। শনিবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলার কয়েকটি এলাকায়।

১৬ ২০
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

১৭ ২০
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

১৮ ২০
তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

১৯ ২০
রাতের দিকের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রাতের দিকের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

২০ ২০
রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস।

রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy