মঙ্গলবার বেশ কিছু জেলায় কোথাও বিক্ষিপ্ত, কোথাও বা টানা বৃষ্টি হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার জায়গায় পারদ চড়েছেও অনেকটা। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই মুখভার হয়ে রয়েছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা।