the weather department has declared a forecast of rain across all districts in west Bengal in the following days dgtl
West Bengal Weather Update
দমকা হাওয়ার দোসর বৃষ্টি, অকালবৃষ্টির হাত থেকে ছাড় নেই কোনও জেলারই
কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সকাল থেকেই আকাশের মুখভার। জেলায় জেলায় ঝড়-বৃষ্টির আগের থমথমে পরিবেশ। সঙ্গত দিচ্ছে মাঝেমধ্যে দমকা হাওয়া। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস নিয়ে হাজির আবহাওয়া দফতর।
০২১২
বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন আবহবিদেরা।
০৩১২
শিলাবৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ঝোড়ো হাওয়া বইতে পারে শহরেও।
০৪১২
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।
০৫১২
আর এই জোলো হাওয়াই রাজ্যের সব জেলাকে ভরা বসন্তেও ভেজাচ্ছে বলে মনে করছেন আবহবিদেরা।
০৬১২
বৃহস্পতিবার সারা দিনে রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
০৭১২
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
০৮১২
সারা দিনই শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। দফায় দফায় বৃষ্টিও হবে।
০৯১২
তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
১০১২
বুধবারও রাজ্যের প্রায় সব ক’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে।
১১১২
উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টিও হয়। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
১২১২
আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে, শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে।