the weather department forecasts rainfall from Wednesday onwards in several districts across west Bengal dgtl
West Bengal Weather Update
মুখভার আকাশের, বনিবনা হচ্ছে না বসন্তের সঙ্গে? বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বুধবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে এ দিন থেকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
মাঘ মাস পার হয়েছে এখনও এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই চড়তে শুরু করেছে পারদ।বনবন করে চলছে পাখা। তবে চলতি সপ্তাহের গোড়া থেকে মাঝেমধ্যেই আকাশের মুখ ভার হবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
০২১৪
যদিও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক রয়েছে। তবে বুধবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আগাম জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে।
০৩১৪
এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত।
০৪১৪
বুধবার বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৫১৪
বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
০৬১৪
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৭১৪
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। মঙ্গল এবং বুধবার শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
০৮১৪
তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আকাশ সারা দিন আংশিক মেঘলা থাকবে।
০৯১৪
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি।
১০১৪
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
১১১৪
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
১২১৪
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার সমান।
১৩১৪
বৃষ্টি হলেও তাপমাত্রা কমার যে আর সম্ভাবনা নেই, তা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
১৪১৪
আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য জুড়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।