রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
০৯১২
রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। রবিবারের পারদ ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ডিগ্রি কম।
১০১২
আলিপুর জানিয়েছিল, ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
১১১২
সেই সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। বসন্তে বৃষ্টির নেপথ্যে রয়েছে এই সব কারণ।
১২১২
সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।