the weather department forecasts rainfall across west Bengal in the following days despite temperature rise dgtl
West Bengal Weather Update
পিছু ছাড়েনি শীতের অকালবৃষ্টি, বসন্তেও কি বহাল থাকবে একই ছবি?
বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
চলতি বছর বসন্ত এসেছে রীতিমত উষ্ণতা নিয়েই। শেষ শীতের আমেজ সরে গিয়ে পাকাপাকি ভাবে পারদ ঊর্ধ্বমুখী। তবে মাঘ-শেষের অকাল বৃষ্টির সম্ভাবনা এখনও পিছু ছাড়েনি। আবারও বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে।
০২১৬
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার আবহাওয়া স্বাভাবিক ও শুষ্ক থাকলেও বুধবার থেকে ঘুরে যাবে রাজ্যের হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও।
০৩১৬
বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
০৪১৬
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
০৫১৬
শুক্রবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কয়েকটি এলাকা।
০৬১৬
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।
০৭১৬
দার্জিলিং জেলার পাশাপাশি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
০৮১৬
পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৯১৬
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলা।
১০১৬
শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রা যে আর কমবে না, তা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
১১১৬
আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য জুড়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
১২১৬
সোমবার সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।
১৩১৬
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের চেয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়েছে।
১৪১৬
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
১৫১৬
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
১৬১৬
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।