the weather department declares a forecast of continuing rainfall for 4 days leading to rise in temperature dgtl
West Bengal Weather Update
মাঘের শেষ না দেখেই পালাবে শীত? চার দিনের টানা বৃষ্টির পূর্বাভাসে বাজছে শীত বিদায়ের সুর
বছরের গোড়া থেকেই শীতপ্রেমীদের পোয়াবারো ছিল। কিন্তু সেই ‘সুখের দিনে’ বাদ সাধতে এ বার হাজির মেঘলা আকাশ ও বৃষ্টি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১২:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অকালবৃষ্টির কথা আগেই জানা গিয়েছিল। তবে কনকনে শীতের আমেজে তার প্রভাব পড়বে কি না, তা নিয়ে সন্দেহ ছিলই। বছরের গোড়া থেকেই শীতপ্রেমীদের পোয়া বারো ছিল। কিন্তু বাদ সাধতে এ বার হাজির মেঘলা আকাশ ও বৃষ্টি।
০২১৫
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই আবহাওয়ায় বৃষ্টির প্রভাব পড়তে শুরু করবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। উষ্ণতাও বাড়বে তার জেরে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতার কোনও কোনও এলাকা হালকা বৃষ্টিতে ভিজতে পারে।
০৩১৫
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি।
০৪১৫
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
০৫১৫
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম।
০৬১৫
মঙ্গলবার সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির দেখা মিললেও তার রেশ চলবে শুক্রবার পর্যন্ত।
০৭১৫
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি এলাকা হালকা বৃষ্টিতে ভিজতে পারে।
০৮১৫
বুধবার দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।
০৯১৫
শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা।
১০১৫
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১১১৫
দক্ষিণের পাশাপাশি মঙ্গলবার থেকে ভিজতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও। দার্জিলিং এবং কালিম্পং জেলায় মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১২১৫
বুধবার দার্জিলিং এবং কালিম্পং জেলার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকা।
১৩১৫
বৃহস্পতিবার থেকে শনিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা র
১৪১৫
বৃষ্টির পর আবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা যে নেই, তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস।
১৫১৫
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রাজ্যে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।