the weather department declares a forecast of cold wave in the following days across west Bengal dgtl
West Bengal Weather Update
ঊর্ধ্বমুখী পারদ থেকে একেবারে শৈত্যপ্রবাহ! রাজ্যে বসন্তের ‘এন্ট্রি’তে স্থগিতাদেশ
গত সপ্তাহেও যে রকম গরম পড়েছিল, তাতে শীতকাতুরে রাজ্যবাসী নিশ্চিত ছিলেন শীত এ বারের মতো বিদায় নিয়েছে। অথচ চলতি সপ্তাহের গোড়া থেকেই ফিরে এল শীত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
রাজ্যে ফিরল শীত। হোক না ক্ষণস্থায়ী, তবু মাঘের শেষ মুহূর্তে শীতের স্বাদ ফেরত পেয়ে যারপরনাই খুশি রাজ্যবাসী। বিগত কয়েক বছর ধরেই মাঘের শেষ থেকেই শীত উবে যাচ্ছিল। মোটামুটি ভাল গরম নিয়ে হাজির হচ্ছিল বসন্ত। এই বছর তার উলটপুরাণ দেখে অবাক আবহবিদেরাও।
০২১৪
গত সপ্তাহেও যে রকম গরম পড়েছিল, তাতে শীতকাতুরে রাজ্যবাসী নিশ্চিত ছিলেন শীত এ বারের মতো বিদায় নিয়েছে। অথচ চলতি সপ্তাহের গোড়া থেকেই ফিরে এল শীত। এ বার একেবারে শৈত্যপ্রবাহের সর্তকতা!
০৩১৪
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে।
০৪১৪
কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে এই জেলাগুলির মানুষ। পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
০৫১৪
দক্ষিণবঙ্গের পাশাপাশি পারদপতন হয়েছে কলকাতাতেও।
০৬১৪
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে গিয়েছিল, সেখানে সপ্তাহান্তে তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
০৭১৪
আগামী তিন দিন কলকাতা-সহ সারা রাজ্যে একই রকম ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, শেষ লগ্নেও স্বমহিমায় থাকছে শীত।
০৮১৪
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কয়েক দিন শীত জাঁকিয়েই পড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।
০৯১৪
আবহবিদদের একাংশ মনে করছেন, এই সময় এমন তাপমাত্রা থাকা প্রায় অস্বাভাবিক। মূলত উত্তুরে হাওয়ার দাক্ষিণ্যেই আবহাওয়ার এই ভোলবদল বলে মত তাঁদের।
১০১৪
তবে আবহবিদরা এ-ও জানিয়েছেন, আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
১১১৪
আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টির জেরে সাময়িক ভাবে শীতল আবহাওয়া ফিরলেও কনকনে শীত আর ফিরবে না।
১২১৪
সে ক্ষেত্রে মাঘ মাসের সঙ্গে এই মরসুমের জন্য পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। আসবে বসন্ত।
১৩১৪
শনিবার কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও।
১৪১৪
গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে।