Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Haridevpur

কোথায় গেল অয়নের ফোন! হত্যার নেপথ্যে কি বান্ধবী এবং তাঁর মায়ের ‘আপত্তিকর’ ছবিগুলো?

তদন্তকারীরা আগেই অনুমান করেছিলেন, অয়নের ফোনে অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে। কিন্তু অয়ন নিরুদ্দেশ হওয়ার থেকে সেই ফোনটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৬:৪২
Share: Save:
০১ ১৪
গত ৫ অক্টোবর, দুর্গাপুজোর দশমীর দিন বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল হরিদেবপুরের অয়ন মণ্ডল। কিন্তু একাদশীর দিনও সে বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।

গত ৫ অক্টোবর, দুর্গাপুজোর দশমীর দিন বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল হরিদেবপুরের অয়ন মণ্ডল। কিন্তু একাদশীর দিনও সে বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।

০২ ১৪
৬ অক্টোবর, অর্থাৎ একাদশীর দিন অয়নের বাড়ি আসেন তাঁর বান্ধবী। এসে অয়নের মা মঞ্জুদেবীর কাছে জানতে চান, অয়ন কোথায়? অয়নকে ফোনে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি।

৬ অক্টোবর, অর্থাৎ একাদশীর দিন অয়নের বাড়ি আসেন তাঁর বান্ধবী। এসে অয়নের মা মঞ্জুদেবীর কাছে জানতে চান, অয়ন কোথায়? অয়নকে ফোনে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি।

০৩ ১৪
সে দিনই অয়নের মাকে তাঁর বান্ধবী জানান যে তিনি অন্তঃসত্ত্বা। অয়নের মায়ের দাবি, তখন তিনি বলেন বিষয়টি পাঁচকান না করতে। ছেলে বাড়ি ফিরলে এ বিষয়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে, দশমীর রাতে যে অয়নের সঙ্গে তাঁর পরিবারের ‘সামান্য ঝুটঝামেলা’ হয়েছিল, তা অয়নের মাকে জানিয়েছিলেন তাঁর বান্ধবী।

সে দিনই অয়নের মাকে তাঁর বান্ধবী জানান যে তিনি অন্তঃসত্ত্বা। অয়নের মায়ের দাবি, তখন তিনি বলেন বিষয়টি পাঁচকান না করতে। ছেলে বাড়ি ফিরলে এ বিষয়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে, দশমীর রাতে যে অয়নের সঙ্গে তাঁর পরিবারের ‘সামান্য ঝুটঝামেলা’ হয়েছিল, তা অয়নের মাকে জানিয়েছিলেন তাঁর বান্ধবী।

০৪ ১৪
৭ অক্টোবর মগরাহাট থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। অয়নের পরিবার দেহটি শনাক্ত করে জানায়, তাঁদের ছেলেকে বান্ধবীর পরিবার খুন করেছে।

৭ অক্টোবর মগরাহাট থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। অয়নের পরিবার দেহটি শনাক্ত করে জানায়, তাঁদের ছেলেকে বান্ধবীর পরিবার খুন করেছে।

০৫ ১৪
এই ঘটনায় ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত পুলিশ আগেই পেয়েছিল। অয়নের মৃত্যুর পরেই তাঁর বাবা সংবাদমাধ্যমের সামনে বান্ধবী এবং তাঁর মায়ের দিকে ইঙ্গিত করে বলেন, “মা এবং মেয়ে দু’জনেই আমার ছেলেকে চাইত। ও কী করবে?”

এই ঘটনায় ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত পুলিশ আগেই পেয়েছিল। অয়নের মৃত্যুর পরেই তাঁর বাবা সংবাদমাধ্যমের সামনে বান্ধবী এবং তাঁর মায়ের দিকে ইঙ্গিত করে বলেন, “মা এবং মেয়ে দু’জনেই আমার ছেলেকে চাইত। ও কী করবে?”

০৬ ১৪
তদন্তে নেমে পুলিশ জানতে পারে দশমীর রাতে মত্ত অবস্থায় বান্ধবীর বাড়িতে পৌঁছন অয়ন। পুলিশি রিপোর্টে বলা হয়, ওই বান্ধবী এবং তাঁর মাকে হেনস্থা করায় অয়নের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে দশমীর রাতে মত্ত অবস্থায় বান্ধবীর বাড়িতে পৌঁছন অয়ন। পুলিশি রিপোর্টে বলা হয়, ওই বান্ধবী এবং তাঁর মাকে হেনস্থা করায় অয়নের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই।

০৭ ১৪
তদন্তকারীরা বান্ধবী, তাঁর পরিবারের সদস্য-সহ মোট সাত জনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা জানতে পারেন, বান্ধবীর নির্মীয়মাণ দোতলা বাড়িতে অয়নকে খুন করা হয়েছে। কিন্তু জল দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়ায় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে কোনও তথ্যপ্রমাণ পাননি।

তদন্তকারীরা বান্ধবী, তাঁর পরিবারের সদস্য-সহ মোট সাত জনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা জানতে পারেন, বান্ধবীর নির্মীয়মাণ দোতলা বাড়িতে অয়নকে খুন করা হয়েছে। কিন্তু জল দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়ায় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে কোনও তথ্যপ্রমাণ পাননি।

০৮ ১৪
এ বার আসরে অবতীর্ণ হন অয়নের বন্ধু রাজু প্রামাণিক ওরফে টাবলু। তিনি দাবি করেন, কাঁদো কাঁদো গলায় অয়ন তাঁকে জানিয়েছেন, বান্ধবীর মা তাঁর বুকে ঘুষি মেরেছে, তাই খুব ব্যথা করছে।

এ বার আসরে অবতীর্ণ হন অয়নের বন্ধু রাজু প্রামাণিক ওরফে টাবলু। তিনি দাবি করেন, কাঁদো কাঁদো গলায় অয়ন তাঁকে জানিয়েছেন, বান্ধবীর মা তাঁর বুকে ঘুষি মেরেছে, তাই খুব ব্যথা করছে।

০৯ ১৪
ওই বন্ধু আরও দাবি করেন যে বান্ধবীর মা-ই অয়নকে দশমীর রাতে ডেকে পাঠান। বান্ধবীর বাড়িতে ঢোকার আগে অয়ন বলে যান, বান্ধবীর বাবা বাড়িতে ঢুকছে কি না, তা দেখার জন্য দরজার সামনে পাহারা দিতে।

ওই বন্ধু আরও দাবি করেন যে বান্ধবীর মা-ই অয়নকে দশমীর রাতে ডেকে পাঠান। বান্ধবীর বাড়িতে ঢোকার আগে অয়ন বলে যান, বান্ধবীর বাবা বাড়িতে ঢুকছে কি না, তা দেখার জন্য দরজার সামনে পাহারা দিতে।

১০ ১৪
এর পর বান্ধবীর বাবা বাড়িতে এলে অয়ন ছাদে উঠে যান বলে দাবি করেন এই বন্ধু। অয়ন ছাদ থেকে তার উদ্দেশে হাত নেড়েছেন বলেও জানান তিনি।

এর পর বান্ধবীর বাবা বাড়িতে এলে অয়ন ছাদে উঠে যান বলে দাবি করেন এই বন্ধু। অয়ন ছাদ থেকে তার উদ্দেশে হাত নেড়েছেন বলেও জানান তিনি।

১১ ১৪
বন্ধুটির কথায়, “৩টের সময় আমার শেষ বারের মতো ওর সঙ্গে কথা হয়। ও আমাকে ওই বাড়িতে ঢুকতে বারণ করে।” দীর্ঘ ক্ষণ অয়ন ওই বাড়ি থেকে না বেরোনোয় বন্ধু রাজু বান্ধবীকে ফোন করেন (সঙ্গে সেই স্ক্রিনশট)।

বন্ধুটির কথায়, “৩টের সময় আমার শেষ বারের মতো ওর সঙ্গে কথা হয়। ও আমাকে ওই বাড়িতে ঢুকতে বারণ করে।” দীর্ঘ ক্ষণ অয়ন ওই বাড়ি থেকে না বেরোনোয় বন্ধু রাজু বান্ধবীকে ফোন করেন (সঙ্গে সেই স্ক্রিনশট)।

১২ ১৪
অয়নের বান্ধবী তখন দাবি করেছিলেন যে, রাত আড়াইটে নাগাদ অয়ন তাঁদের বাড়ি থেকে বেরিয়ে যান। রাজুর দাবি, তিনি তখনই বুঝেছিলেন যে, অয়নের খারাপ কিছু হয়েছে।

অয়নের বান্ধবী তখন দাবি করেছিলেন যে, রাত আড়াইটে নাগাদ অয়ন তাঁদের বাড়ি থেকে বেরিয়ে যান। রাজুর দাবি, তিনি তখনই বুঝেছিলেন যে, অয়নের খারাপ কিছু হয়েছে।

১৩ ১৪
তদন্তকারীরা আগেই অনুমান করেছিলেন, অয়নের ফোনে অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে। কিন্তু অয়ন নিরুদ্দেশ হওয়ার থেকে সেই ফোনটির খোঁজ পাওয়া যাচ্ছে না।

তদন্তকারীরা আগেই অনুমান করেছিলেন, অয়নের ফোনে অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে। কিন্তু অয়ন নিরুদ্দেশ হওয়ার থেকে সেই ফোনটির খোঁজ পাওয়া যাচ্ছে না।

১৪ ১৪
তদন্তকারীরা মনে করছেন, এই ফোনে বান্ধবী এবং তাঁর মায়ের কোনও ‘আপত্তিকর’ ছবি থাকতে পারে। এই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করাও হতে পারে অয়নের বান্ধবীর পরিবারকে। তবে এই নিয়ে আরও তদন্তের প্রয়োজন বলে জানা গিয়েছে পুলিশের তরফে। অয়নের ফোন উদ্ধার হলে এই রহস্যের সমাধান হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অয়নের ফোন উদ্ধার করা যায়নি।

তদন্তকারীরা মনে করছেন, এই ফোনে বান্ধবী এবং তাঁর মায়ের কোনও ‘আপত্তিকর’ ছবি থাকতে পারে। এই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করাও হতে পারে অয়নের বান্ধবীর পরিবারকে। তবে এই নিয়ে আরও তদন্তের প্রয়োজন বলে জানা গিয়েছে পুলিশের তরফে। অয়নের ফোন উদ্ধার হলে এই রহস্যের সমাধান হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অয়নের ফোন উদ্ধার করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE