the story of Urvashi Rautela Rishabh Pant alleged affair dgtl
Rishabh Pant
Urvashi Rautela-Rishabh Pant: প্রেমিকা হিসাবে স্বীকৃতি দিতে চাননি, তবে উর্বশীর সঙ্গে নাকি হোটেলে দেখা করতে যান ঋষভ!
কয়েক বছর আগে উর্বশী ও ঋষভকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও চলে। যদিও কেউই কখনও এ বিষয়ে মুখ খোলেননি।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৬:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
এক জন বলিউডের উঠতি প্রজন্মের নায়িকা। যার লাবণ্যে মোহিত অগণিত পুরুষ-হৃদয়। অন্য জন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার। বলিউডের সঙ্গে বাইশ গজের তারাদের প্রেমের কাহিনি নতুন কিছু নয়। কিন্তু এই দুই তারকার ‘প্রেম প্রেম’ ভাব নাকি বহু কাল আগেই কর্পূরের মতো উবে গিয়েছে! তেমনটাই দাবি সংবাদমাধ্যমের। অতীত ঝেড়ে ফেলে বর্তমানে একে অপরের সঙ্গে বাগ্যুদ্ধে মত্ত এই দুই ‘প্রাক্তন’।
০২২১
কথা হচ্ছে বলিউড অভিনেত্রী উর্বশী রওতেলা ও ক্রিকেটার ঋষভ পন্থকে নিয়ে। তাঁদের বাগ্যুদ্ধ এই মুহূর্তে চর্চায়।
০৩২১
‘ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেলো’— ঋষভের উদ্দেশে লেখা ইনস্টাগ্রাম পোস্টে উর্বশীর এই বক্তব্যে হইচই পড়ে গিয়েছে। যদিও পোস্টটি করার সময় ঋষভের নাম নেননি তিনি। কিন্তু তাঁর এই তির ব্যাটারের দিকেই বলেই মনে করা হচ্ছে।
০৪২১
সম্প্রতি ঋষভের নাম না করে একটি ঘটনার কথা তুলে ধরেন উর্বশী। ‘আরপি’ নামে এক ব্যক্তির কথা বলেন। ঘটনাচক্রে, ঋষভ পন্থের নামের ইংরেজিতে প্রথম ও শেষ অক্ষর ‘আর’ ও ‘পি’।
০৫২১
অভিনেত্রী জানান, ‘আরপি’ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরে অপেক্ষা করেছিলেন। ওই ব্যক্তির কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে মুম্বই গিয়ে উর্বশীর সঙ্গে দেখা করেন ‘আরপি’।
০৬২১
উর্বশীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সরব হন ঋষভ। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন।
০৭২১
ঋষভ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে! দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’
০৮২১
এর পরই আসরে নামেন অভিনেত্রী। পাল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেলো। আমি কোনও মুন্নি (বাচ্চা মেয়ে) নই যে, তোমার সঙ্গে জড়িয়ে নাম খারাপ করব। রাখি উৎসব ভাল কাটুক। আরপি ছোটু ভাইয়া। চুপ করে আছি বলে সুযোগ নিতে যেও না।’
০৯২১
থেমে থাকেননি ঋষভও। পাল্টা জবাব দিতে গিয়ে একটি ‘দার্শনিক’ উক্তি ব্যবহার করেছেন ব্যাটার। উক্তিটি হল, ‘যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না।’ যদিও কারও নাম নেননি তিনি।
১০২১
কয়েক বছর আগে উর্বশী ও পন্থকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও চলে। যদিও কেউই কখনও এ বিষয়ে মুখ খোলেননি।
১১২১
অল্প সময়েই বলিপাড়ায় শোরগোল ফেলে দেওয়া নায়িকাদের মধ্যে উজ্জ্বল নাম উর্বশীর। তাঁর সৌন্দর্যে কাবু হয়েছে অনেক পুরুষ-হৃদয়ই।
১২২১
উর্বশী এক বার জানিয়েছিলেন যে, মিশরীয় এক গায়ক নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
১৩২১
যদিও সেই প্রস্তাব গ্রহণ করেননি উর্বশী। কারণ হিসাবে তিনি বলেছিলেন, ‘‘আমাদের সংস্কৃতিগত মতপার্থক্য ছিল।’’
১৪২১
২০১৩ সালে একটি রোম্যান্টিক কমেডি ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় উর্বশীর। যে ছবিতে সানি দেওল, অমৃতা রাওয়ের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম।
১৫২১
ঋষভ ও উর্বশী দু’জনই উঠতি তারকা। শোনা যায়, ২০১৮ সালে তাঁরা প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন।
১৬২১
সংবাদমাধ্যমের দাবি, বলিপাড়ায় কান পাতলে শোনা যায় যে, পন্থের সঙ্গে সম্পর্ক পাকাপাকি করতে চেয়েছিলেন নায়িকা। কিন্তু বেঁকে বসেন ব্যাটার।
১৭২১
শুধু তা-ই নয়, উর্বশীর সঙ্গে সম্পর্ককে মান্যতা দিতে চাননি বলে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন পন্থ।
১৮২১
এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি শুরু হয়। হোয়াটসঅ্যাপে পন্থকে ব্লক করে দেন উর্বশীও।
১৯২১
উর্বশীর সঙ্গে বিচ্ছেদের পরই ঈশা নেগী নামে এক তরুণীর সঙ্গে প্রেমের জোয়ারে গা ভাসান পন্থ।
২০২১
পেশায় শিল্পোদ্যোগী ও ইন্টিরিয়র ডিজাইনার ঈশা। দিল্লির অমেঠী বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্রী ছিলেন তিনি। দেহরাদূনের একটি কনভেন্ট স্কুলে পড়েছেন।
২১২১
অতীতের তিক্ততা সামনে এনে দুই তারকা যে ভাবে বাগ্যুদ্ধে জড়ালেন, তাতে এই জল কত দূর গড়ায়, কী ভাবে বিতর্ক থামে, তা নিয়েই এখন চর্চা।