চিনের প্রায় সর্বত্রই বৌদ্ধ সংস্কৃতির চিহ্ন ছড়িয়ে রয়েছে। সে দেশের প্রাচীন ধর্ম কনফুসীয় মতবাদের সঙ্গে বৌদ্ধ দর্শনের আদান-প্রদানে এক বিশেষ সংস্কৃতির জন্ম হয়। বুদ্ধ চিনে জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকি, চিনের লৌকিক দেবতাদের অনেকেই বৌদ্ধ দেবলোকে স্থান পান। এমন কিছু দেবমূর্তিকে চিনের মানুষ ‘বুদ্ধ’ বলে মানতে শুরু করেন, যাঁদের সঙ্গে শাক্যসিংহ সিদ্ধার্থের কোনও সম্পর্কই নেই।