The story of Ahsaas Channa, Who played Shah Rukh Khan's son as child artist dgtl
Ahsaas Channa
শাহরুখের পুত্রের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন! আহসাস এখন নায়িকা
২০০৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা অভিনীত ‘কভি অলবিদা না কহেনা’। ছবিতে শিশুশিল্পী হিসাবে নজর কেড়েছিলেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বইশেষ আপডেট: ২৭ মে ২০২৩ ০৮:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘কভি অলবিদা না কহেনা’ ছবির কথা মনে আছে? এই ছবিতে শাহরুখ এবং প্রীতির পুত্রের চরিত্রে যাকে দেখা গিয়েছিল, সে খুদেই কিনা এখন নায়িকা! ভাবছেন নিশ্চয়ই, পুত্রের চরিত্রে যে শিশু অভিনয় করেছিল, সে আবার বড় হয়ে নায়িকা হল কী ভাবে! চলুন, সেই গল্পই বলা যাক।
ছবি: সংগৃহীত।
০২১৫
তাঁর নাম আহসাস চন্না। শিশুশিল্পী হিসাবে বলিউডে পা রেখেছিলেন আহসাস। ২০০৬ সাল। সেই বছরই মুক্তি পেয়েছিল শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা অভিনীত ‘কভি অলবিদা না কহেনা’।
ছবি: সংগৃহীত।
০৩১৫
ওই ছবিতেই শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন আহসাস। শাহরুখ এবং প্রীতির পুত্র অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৪১৫
ছবিতে অর্জুনের চরিত্রে আহসাসের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেই আহসাসই এখন নায়িকা।
ছবি: সংগৃহীত।
০৫১৫
১৯৯৯ সালের ৫ অগস্ট পঞ্জাবি শিখ পরিবারে জন্ম আহসাসের। ছোট থেকেই সিনেমার পরিবেশে তাঁর বড় হয়ে ওঠা।
ছবি: সংগৃহীত।
০৬১৫
আহসাসের বাবা ইকবাল সিংহ চন্না পঞ্জাবি ছবির প্রযোজক। তাঁর মা কুলবীর বাদেসরন এক জন অভিনেত্রী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে শাহরুখেরই ছবি ‘বীর জারা’।
ছবি: সংগৃহীত।
০৭১৫
বাবা প্রযোজক, মা অভিনেত্রী। ফলে সন্তানও যে ছবির দুনিয়াতেই পা রাখবেন, সে কথা তাঁদের পরিজনরা অনেকেই ভেবেছিলেন। হলও তাই।
ছবি: সংগৃহীত।
০৮১৫
বাবা, মায়ের দেখানো পথেই হাঁটলেন আহসাস। ২০০৪ সালে প্রথম বার রুপোলি পর্দায় হাতেখড়ি হয় তাঁর।
ছবি: সংগৃহীত।
০৯১৫
সে বছর মুক্তি পেয়েছিল পরিচালক রামগোপাল বর্মার ‘বাস্তুশাস্ত্র’। ওই ছবিতে সুস্মিতা সেনের পুত্র রোহনের চরিত্রে দেখা গিয়েছিল আহসাসকে।
ছবি: সংগৃহীত।
১০১৫
এর পর, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘মাই ফ্রেন্ড গণেশ’। ওই ছবিতে আশু বলে একটি শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন আহসাস।
ছবি: সংগৃহীত।
১১১৫
ছবির পাশাপাশি সেই সময় টিভিতেও একাধিক শো করেছেন আহসাস।
ছবি: সংগৃহীত।
১২১৫
তবে এত ছবি এবং টেলিভিশনে কাজ করার মধ্যে আহসাসকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘কভি অলবিদা না কহেনা’।
ছবি: সংগৃহীত।
১৩১৫
শিশুশিল্পী হিসাবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি পরে অভিনেত্রী হিসাবেও নজর কেড়েছেন আহসাস। ‘গার্লস হস্টেল’, ‘কোটা ফ্যাক্টরি’, ‘হস্টেল ডেজ’, ‘দ্য ইন্টার্ন্স’-এর মতো একাধিক ওটিটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৪১৫
এ ছাড়াও ইউটিউব-সহ বিভিন্ন সমাজমাধ্যমে নানা ধরনের কৌতূকাভিনয়েও নজর কেড়েছেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৫১৫
ইনস্টাগ্রামেও আহসাসের জনপ্রিয়তা নেহাত কম নয়! ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষেরও বেশি।