পাসপোর্টে ছবিটা দেখে মনে হবে যেন কোনও মূর্তি। পরিচয় হিসাবে উল্লেখ করা হয়েছে মিশরের রাজা। কিন্তু যাঁর পাসপোর্ট, তিনি মৃত। মৃত্যুর তারিখ খ্রিস্টপূর্ব ১৩০৩ অব্দ। অর্থাৎ, তিন হাজার বছর আগে। এমন পাসপোর্ট ঘিরে হইচই পড়ে গিয়েছিল একসময়। মনে হতেই পারে এটি জাল পাসপোর্ট। কিন্তু না, এমনই পাসপোর্ট সত্যিই তৈরি করা হয়েছিল।