Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Sheikh Hasina

বিরোধী নেত্রী থেকে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার উত্থান-পতন

সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেছেন হাসিনা। তার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলন করে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১১:০৪
Share: Save:
০১ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

অগস্ট মাসের প্রথম সোমবার। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত। সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটালেন তিনি।

০২ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর হাত ধরেই স্বাধীনতা আসে বাংলাদেশে। মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা।

০৩ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

বাবা-মা এবং পাঁচ ভাই-বোনের সঙ্গে থাকতেন হাসিনা। ভাই-বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি। আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি।

০৪ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করেন তিনি। সাবেক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি।

০৫ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

১৯৬৭ সালে এমএ ওয়াজেদ মিঞার সঙ্গে বিয়ে হয় হাসিনার। দম্পতির দুই সন্তান— সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল।

০৬ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

১৯৭৫ সালের ১৫ অগস্ট হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন। সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবুর-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্য। হাসিনা এবং তাঁর বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর ভারত, বেলজিয়াম-সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা।

০৭ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসাবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

০৮ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে আওয়ামী লীগ। ‘স্বৈরাচার পতন আন্দোলনের’ নেতৃত্ব দেন হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।

০৯ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি। ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা। তবে সেই বছর ভোটে হার হয় তাঁর।

১০ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

২০০৪ সালে ঢাকায় গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য সেই হামলায় রক্ষা পান তিনি। তিন বছর পর ২০০৭ সালের ১৬ জুলাই হাসিনা তাঁর বাসভবন ‘সুধা সদন’ থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন।

১১ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি পান হাসিনা। সেই বছরই চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি। তার পর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়েন।

১২ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

২০০৮ সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন হাসিনা।

১৩ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

পাঁচ বছর পর ২০১৪ সালের ৫ জানুয়ারি ‘বিতর্কিত’ ভোটে আবার জয়লাভ করেন হাসিনা।

১৪ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

২০১৯ এবং ২০২৪ সালের পর পর দু’বারের নির্বাচনে জেতেন হাসিনা। তবে দু’টি নির্বাচনই ‘প্রহসন’ বলে দাবি করে বিরোধী শিবির।

১৫ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়, তা ক্রমে সরকার পতনের দাবি-আন্দোলনে রূপান্তরিত হয়ে পড়ে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন হাসিনা। তার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন।

১৬ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন। গাজ়িয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন।

১৭ ১৭
The rise and fall of Bangladesh former Prime Minister Sheikh Hasina

হাসিনার দেশত্যাগের পরে তাঁর সরকারি বাসস্থান ‘গণভবন’, সংসদ ভবন, তাঁর দল আওয়ামী লীগের ছোট-বড় দফতরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ‘ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’। বুলডোজ়ার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারত কোন অবস্থান নিতে চলেছে তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সব ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে নেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy