the opposition party in Maldives has demanded for the impeachment of the current president muizzu dgtl
Mohamed Muizzu
প্রেসিডেন্টকে ইমপিচ করার দাবি, অশান্ত মলদ্বীপে টলমল মুইজ্জুর সিংহাসন
মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল অনাস্থার দাবি তুলেছে বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর বিরুদ্ধে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
পারস্পরিক দ্বন্দ্ব ও অশান্তি পেরিয়ে এ বার সরাসরি প্রেসিডেন্টকে সরানোর তোড়জোড় মলদ্বীপে। নেপথ্যে দেশের প্রধান বিরোধী দল ‘মলদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)’। মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছেন তাঁরা।
০২১৫
ভারত ও মলদ্বীপের আন্তর্জাতিক স্তরের সম্পর্ককে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এর মধ্যে। এই ঘটনার জের টেনে মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল অনাস্থার দাবি তুলেছে বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর বিরুদ্ধে।
০৩১৫
তাঁদের দাবি মুইজ্জুর ইমপিচমেন্ট (বেআইনি কার্যকলাপের ভিত্তিতে উচ্চ পদে থাকা সরকারি কর্তাকে আনুষ্ঠানিক ভাবে অপসারণ) প্রক্রিয়া শুরু করতে তাঁরা প্রচুর স্বাক্ষরও সংগ্রহ করে ফেলেছেন।
০৪১৫
এই পরিস্থিতিতে মুইজ্জুর পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল মলদ্বীপের শাসকজোটের দুই শরিকদল। এই দুই দলের মধ্যে মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-ও রয়েছে।
০৫১৫
সোমবার সাংবাদিক বৈঠক করে মলদ্বীপের শাসকজোটের অন্যতম শরিক প্রগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপ (পিপিএম)-এর সাংসদ আহমেদ সালিম জানান, মুইজ্জুকে অপসারণ করার যাবতীয় চেষ্টা তাঁরা যে কোনও মূল্যে প্রতিহত করবেন।
০৬১৫
তিনি বলেন, “আমরা বিরোধীদের এই চেষ্টা সফল হতে দেব না। প্রেসিডেন্টকে পদ থেকে সরানোর কথা ভাবার আগে ওদের আগে আমাদের হত্যা করতে হবে।”
০৭১৫
এই মন্তব্য করে মুইজ্জু সরকারের শরিক দলটি সরাসরি সংঘাতে যাওয়ার ইঙ্গিত দিল বলেও মনে করা হচ্ছে।
০৮১৫
রবিবারই মলদ্বীপের পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সে দেশের বর্তমান শাসকজোটের দুই দল পিএনসি, পিপিএম এবং বিরোধী দল এমডিপি-র সদস্যেরা।
০৯১৫
মুইজ্জুর মন্ত্রিসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে ওই দিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভার চার সদস্যকে নিয়োগ করার ব্যাপারে আপত্তি জানায় প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল।
১০১৫
অভিযোগ, মুইজ্জুর দলের সদস্যেরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেন। প্রসঙ্গত, মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও মলদ্বীপের পার্লামেন্টে এখনও সংখ্যাগরিষ্ঠ দল সোলির এমডিপি।
১১১৫
সম্প্রতি, ভারত-মলদ্বীপের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন দেখেছে সারা বিশ্ব, যার সূত্রপাত চলতি মাসের গোড়া থেকে।
১২১৫
কয়েক দিন আগেই ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৩১৫
সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, এর পর মলদ্বীপের তিন মন্ত্রী, মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজ়ুম মাজিদ ভারত এবং মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
১৪১৫
পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়েছিল। মলদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজ্জু।