Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
The mysterious dropa stone

‘ভিন্‌গ্রহী’দের সমাধির ফলক? না কি আরও রহস্যময় কিছু? ড্রোপা পাথরের লিপি পড়ে প্রকাশ্যে আসে অদ্ভুত তথ্য

১৯৩৮ সাল নাগাদ এই পাথরের হদিস মেলে। প্রায় ৭১৬টি ড্রোপা পাথরের হদিস মেলে। এগুলির ব্যাস প্রায় এক ফুট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ০৮:৫৫
Share: Save:
০১ ২০
গোলাকার পাথরের চাকতি। মাঝে গোলাকার গর্ত। দেখতে অনেকটা রেকর্ড প্লেয়ারের মতো। এদের বলা হয় ড্রোপা পাথর। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, এই ড্রোপা পাথরের বয়স ১২ হাজার বছর। ‘ভিন্‌গ্রহী’দের চিহ্ন নাকি এই ড্রোপা পাথর। অনেকে আবার মনে করেন, এগুলি আর পাঁচটা সাধারণ পাথরের মতোই। স্থানীয়দের সমাধির ফলক হিসাবে ব্যবহার করা হত সে সব।

গোলাকার পাথরের চাকতি। মাঝে গোলাকার গর্ত। দেখতে অনেকটা রেকর্ড প্লেয়ারের মতো। এদের বলা হয় ড্রোপা পাথর। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, এই ড্রোপা পাথরের বয়স ১২ হাজার বছর। ‘ভিন্‌গ্রহী’দের চিহ্ন নাকি এই ড্রোপা পাথর। অনেকে আবার মনে করেন, এগুলি আর পাঁচটা সাধারণ পাথরের মতোই। স্থানীয়দের সমাধির ফলক হিসাবে ব্যবহার করা হত সে সব।

০২ ২০
১৯৩৮ সাল নাগাদ এই পাথরের হদিস মেলে। প্রায় ৭১৬টি ড্রোপা পাথরের হদিস মেলে। এগুলির ব্যাস প্রায় এক ফুট।

১৯৩৮ সাল নাগাদ এই পাথরের হদিস মেলে। প্রায় ৭১৬টি ড্রোপা পাথরের হদিস মেলে। এগুলির ব্যাস প্রায় এক ফুট।

০৩ ২০
চিন-তিব্বত সীমান্তে বাইয়ান-কারা-উলা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি গুহা। সেই গুহার মধ্যে ছিল অসংখ্য কক্ষ। প্রতিটি কক্ষে ছিল একটি করে সমাধি। চিনা অধ্যাপক চি পু তেই এই সমাধিগুলির খোঁজ পেয়েছিলেন। সার সার দিয়ে শোওয়ানো ছিল সে সব সমাধি।

চিন-তিব্বত সীমান্তে বাইয়ান-কারা-উলা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি গুহা। সেই গুহার মধ্যে ছিল অসংখ্য কক্ষ। প্রতিটি কক্ষে ছিল একটি করে সমাধি। চিনা অধ্যাপক চি পু তেই এই সমাধিগুলির খোঁজ পেয়েছিলেন। সার সার দিয়ে শোওয়ানো ছিল সে সব সমাধি।

০৪ ২০
সমাধির ভিতর অদ্ভুত কিছু কঙ্কাল দেখেছিলেন অধ্যাপক চি পু তেই। কঙ্কালের উচ্চতা ৪ ফুট। মাথাটা অদ্ভুত রকম বড়।

সমাধির ভিতর অদ্ভুত কিছু কঙ্কাল দেখেছিলেন অধ্যাপক চি পু তেই। কঙ্কালের উচ্চতা ৪ ফুট। মাথাটা অদ্ভুত রকম বড়।

০৫ ২০
প্রথম বার দেখে চিনা অধ্যাপকের মনে হয়েছিল, সেগুলি বাচ্চাদের কঙ্কাল। পরে বুঝেছিলেন, সেগুলি প্রাপ্তবয়স্কদের।

প্রথম বার দেখে চিনা অধ্যাপকের মনে হয়েছিল, সেগুলি বাচ্চাদের কঙ্কাল। পরে বুঝেছিলেন, সেগুলি প্রাপ্তবয়স্কদের।

০৬ ২০
সমাধির পাশে রাখা ছিল গোলাকার পাথরের চাকতি। অধ্যাপক মনে করেন, সমাধির ফলক হিসাবে সেই গোলাকার পাথরের চাকতিগুলি ব্যবহার করা হয়েছিল। সেই পাথরে হেলমেট পরা মানুষের মাথা খোদাই করা ছিল। তা ছাড়া চাঁদ, সূর্য, তারা, পৃথিবীও খোদাই করা ছিল। পাথরের চাকতিগুলি অর্ধেক মাটিতে পোঁতা ছিল।

সমাধির পাশে রাখা ছিল গোলাকার পাথরের চাকতি। অধ্যাপক মনে করেন, সমাধির ফলক হিসাবে সেই গোলাকার পাথরের চাকতিগুলি ব্যবহার করা হয়েছিল। সেই পাথরে হেলমেট পরা মানুষের মাথা খোদাই করা ছিল। তা ছাড়া চাঁদ, সূর্য, তারা, পৃথিবীও খোদাই করা ছিল। পাথরের চাকতিগুলি অর্ধেক মাটিতে পোঁতা ছিল।

০৭ ২০
পাথরের চাকতির গায়ে খোদাই করা জিনিসগুলি দেখে অবাক হন ইতিহাসবিদেরা। তাঁদের একাংশ মনে করেন, এই পাথরের চাকতিগুলি ১২ হাজার বছর আগের। এ বার অনেকেই প্রশ্ন করেন, অত বছর আগে চাঁদ, সূর্য, তারার কথা কী ভাবে জানলেন মানুষজন? তা নিয়ে বিতর্ক রয়েছে ঢের।

পাথরের চাকতির গায়ে খোদাই করা জিনিসগুলি দেখে অবাক হন ইতিহাসবিদেরা। তাঁদের একাংশ মনে করেন, এই পাথরের চাকতিগুলি ১২ হাজার বছর আগের। এ বার অনেকেই প্রশ্ন করেন, অত বছর আগে চাঁদ, সূর্য, তারার কথা কী ভাবে জানলেন মানুষজন? তা নিয়ে বিতর্ক রয়েছে ঢের।

০৮ ২০
এই অনুসন্ধানের পর দেশে ফিরে অধ্যাপক তেই একটি রিপোর্ট প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, গুহায় মেলা ওই কঙ্কাল আসলে কোনও গোরিলা বা হিমালয় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের।

এই অনুসন্ধানের পর দেশে ফিরে অধ্যাপক তেই একটি রিপোর্ট প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, গুহায় মেলা ওই কঙ্কাল আসলে কোনও গোরিলা বা হিমালয় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের।

০৯ ২০
 আর ওই পাথরের চাকতি? তেই দাবি করেন, ওই পাথরের চাকতি ১২ হাজার বছরের পুরনো নয়। অনেক পরে কেউ সেগুলি ওই কবরে বসিয়ে দেন। এই রিপোর্টের জন্য কটাক্ষের মুখে পড়েন তেই।

আর ওই পাথরের চাকতি? তেই দাবি করেন, ওই পাথরের চাকতি ১২ হাজার বছরের পুরনো নয়। অনেক পরে কেউ সেগুলি ওই কবরে বসিয়ে দেন। এই রিপোর্টের জন্য কটাক্ষের মুখে পড়েন তেই।

১০ ২০
বেশ কয়েক বছর পর এই ড্রোপা পাথর নিয়ে গবেষণা শুরু করেন সুম উম নুই। পাহাড়ের গুহা থেকে ৭১৬টি পাথরের চাকতি তিনি তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। দেখেন, ওই পাথরের গায়ে খোদাই করা রয়েছে লিপি।

বেশ কয়েক বছর পর এই ড্রোপা পাথর নিয়ে গবেষণা শুরু করেন সুম উম নুই। পাহাড়ের গুহা থেকে ৭১৬টি পাথরের চাকতি তিনি তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। দেখেন, ওই পাথরের গায়ে খোদাই করা রয়েছে লিপি।

১১ ২০
দীর্ঘকাল ড্রোপার গায়ে খোদাই করা লিপির পাঠোদ্ধারের চেষ্টা করে যান সুম। তবে লিপির অনেকটা অংশই তিনি বুঝতে পারেননি। গবেষক সুমের দাবি,  ওই পাথরে আসলে ড্রোপাদের কথা লেখা রয়েছে। ড্রোপারা নাকি ‘ভিন্‌গ্রহী’।

দীর্ঘকাল ড্রোপার গায়ে খোদাই করা লিপির পাঠোদ্ধারের চেষ্টা করে যান সুম। তবে লিপির অনেকটা অংশই তিনি বুঝতে পারেননি। গবেষক সুমের দাবি, ওই পাথরে আসলে ড্রোপাদের কথা লেখা রয়েছে। ড্রোপারা নাকি ‘ভিন্‌গ্রহী’।

১২ ২০
হাজার হাজার বছর আগে ওই ড্রোপাদের একটি যান নাকি পৃথিবীতে আছড়ে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল কয়েক জনের। বাকিরা ভয়ে লুকিয়ে ছিলেন গুহায়।

হাজার হাজার বছর আগে ওই ড্রোপাদের একটি যান নাকি পৃথিবীতে আছড়ে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল কয়েক জনের। বাকিরা ভয়ে লুকিয়ে ছিলেন গুহায়।

১৩ ২০
ওই এলাকায় তখন বসবাস করত হাম নামে এক জনজাতি। ক্রমে তাদের সঙ্গে সখ্য গড়ে ওঠে ড্রোপাদের। গবেষক সুমের দাবি, ‘ভিন্‌গ্রহী’দের যানটি কোনও দিন আর সারিয়ে তুলতে পারেনি ড্রোপারা। তাই আর ফেরাও হয়নি।

ওই এলাকায় তখন বসবাস করত হাম নামে এক জনজাতি। ক্রমে তাদের সঙ্গে সখ্য গড়ে ওঠে ড্রোপাদের। গবেষক সুমের দাবি, ‘ভিন্‌গ্রহী’দের যানটি কোনও দিন আর সারিয়ে তুলতে পারেনি ড্রোপারা। তাই আর ফেরাও হয়নি।

১৪ ২০
সুমের এই গবেষণাপত্র ছাপতে দেয়নি বেজিং বিশ্ববিদ্যালয়। তাঁকে নিয়ে কৌতুক করা হয়। ভেঙে পড়েন সুম। তিনি চিন ছেড়ে জাপানে চলে যান। সেখানেই বাকি জীবন কাটিয়েছিলেন।

সুমের এই গবেষণাপত্র ছাপতে দেয়নি বেজিং বিশ্ববিদ্যালয়। তাঁকে নিয়ে কৌতুক করা হয়। ভেঙে পড়েন সুম। তিনি চিন ছেড়ে জাপানে চলে যান। সেখানেই বাকি জীবন কাটিয়েছিলেন।

১৫ ২০
 এর পর রাশিয়াও এই ড্রোপা পাথর নিয়ে আগ্রহ প্রকাশ করে। চিনের অনুমতি নিয়ে কিছু পাথর দেশে নিয়ে আসে তারা। গবেষণায় দেখা যায়, ওই পাথরে প্রচুর পরিমাণে কোবাল্ট রয়েছে। সঙ্গে রয়েছে অন্য ধাতু।

এর পর রাশিয়াও এই ড্রোপা পাথর নিয়ে আগ্রহ প্রকাশ করে। চিনের অনুমতি নিয়ে কিছু পাথর দেশে নিয়ে আসে তারা। গবেষণায় দেখা যায়, ওই পাথরে প্রচুর পরিমাণে কোবাল্ট রয়েছে। সঙ্গে রয়েছে অন্য ধাতু।

১৬ ২০
রাশিয়ার গবেষকেরা দাবি করেন, ওই পাথর বিদ্যুৎ পরিবহণে সক্ষম। তার মধ্যে দিয়ে অদ্ভুত ভাবে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, যা থেকে নাকি তড়িদাহতও হন কয়েক জন। রাশিয়ার এক জন গবেষক দাবি করেন, হাজার হাজার বছর পুরনো পাথরগুলি।

রাশিয়ার গবেষকেরা দাবি করেন, ওই পাথর বিদ্যুৎ পরিবহণে সক্ষম। তার মধ্যে দিয়ে অদ্ভুত ভাবে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, যা থেকে নাকি তড়িদাহতও হন কয়েক জন। রাশিয়ার এক জন গবেষক দাবি করেন, হাজার হাজার বছর পুরনো পাথরগুলি।

১৭ ২০
 পরে অস্ট্রিয়ার এক গবেষক এই ড্রোপা পাথর নিয়ে গবেষণা শুরু করেন। চিনের যে জাদুঘরে ওই পাথর রাখা ছিল, তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন আর্নস্ট ওয়েগেরার। তাঁকে ড্রোপা পাথর দিতে রাজি হন জাদুঘর কর্তৃপক্ষ। কিন্তু যে দিন দেওয়ার কথা, তার আগে নিখোঁজ হয়ে যান ম্যানেজার। সঙ্গে সেই পাথর দু’টিও।

পরে অস্ট্রিয়ার এক গবেষক এই ড্রোপা পাথর নিয়ে গবেষণা শুরু করেন। চিনের যে জাদুঘরে ওই পাথর রাখা ছিল, তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন আর্নস্ট ওয়েগেরার। তাঁকে ড্রোপা পাথর দিতে রাজি হন জাদুঘর কর্তৃপক্ষ। কিন্তু যে দিন দেওয়ার কথা, তার আগে নিখোঁজ হয়ে যান ম্যানেজার। সঙ্গে সেই পাথর দু’টিও।

১৮ ২০
বহু গবেষকই ড্রোপা পাথরের নেপথ্যে ‘ভিন্‌গ্রহী’ তত্ত্ব মানতে চাননি। তাঁদের প্রশ্ন, ড্রোপার লিপির যে পাঠোদ্ধার করা হয়েছিল, তা যে সঠিক, কী ভাবে বোঝা যাবে?

বহু গবেষকই ড্রোপা পাথরের নেপথ্যে ‘ভিন্‌গ্রহী’ তত্ত্ব মানতে চাননি। তাঁদের প্রশ্ন, ড্রোপার লিপির যে পাঠোদ্ধার করা হয়েছিল, তা যে সঠিক, কী ভাবে বোঝা যাবে?

১৯ ২০
অনেকে আবার মনে করেন, গুহার ভিতর যে কঙ্কাল ছিল, তা কোনও ‘ভিন্‌গ্রহী’র নয়। বরং স্থানীয়দেরই। সে সময় ওই অঞ্চলের মানুষের আকৃতি ওই রকমই ছিল। তবে গুহার কার্বন ডেটিং করিয়ে এটুকু বোঝা গিয়েছে যে, সেগুলি ১২ হাজার বছরের পুরনো।

অনেকে আবার মনে করেন, গুহার ভিতর যে কঙ্কাল ছিল, তা কোনও ‘ভিন্‌গ্রহী’র নয়। বরং স্থানীয়দেরই। সে সময় ওই অঞ্চলের মানুষের আকৃতি ওই রকমই ছিল। তবে গুহার কার্বন ডেটিং করিয়ে এটুকু বোঝা গিয়েছে যে, সেগুলি ১২ হাজার বছরের পুরনো।

২০ ২০
 অত হাজার বছর আগে সত্যিই কি নেমেছিল ‘ভিন্‌গ্রহী’রা? না কি সবটাই কল্পনা? কী লেখা ড্রোপা পাথরের গায়ে? আজও মেলেনি সদুত্তর।

অত হাজার বছর আগে সত্যিই কি নেমেছিল ‘ভিন্‌গ্রহী’রা? না কি সবটাই কল্পনা? কী লেখা ড্রোপা পাথরের গায়ে? আজও মেলেনি সদুত্তর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy