গোলাকার পাথরের চাকতি। মাঝে গোলাকার গর্ত। দেখতে অনেকটা রেকর্ড প্লেয়ারের মতো। এদের বলা হয় ড্রোপা পাথর। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, এই ড্রোপা পাথরের বয়স ১২ হাজার বছর। ‘ভিন্গ্রহী’দের চিহ্ন নাকি এই ড্রোপা পাথর। অনেকে আবার মনে করেন, এগুলি আর পাঁচটা সাধারণ পাথরের মতোই। স্থানীয়দের সমাধির ফলক হিসাবে ব্যবহার করা হত সে সব।