ফিল্মি দুনিয়ার নানা মুখরোচক খবর জানতে সিনেপ্রেমীদের অনেকেই মুখিয়ে থাকেন। কোন নায়কের সঙ্গে কোন নায়িকার প্রেম চলছে? কোন নায়িকার ঘর ভাঙল? আবার কোন অভিনেতা নতুন সম্পর্কে জড়ালেন? এমন নানা ‘গসিপ’ ঘিরে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। রুপোলি পর্দার অন্দরমহলের সেই সব নানা রটনার ডালি সাজিয়ে রাখে বিভিন্ন ধরনের ফিল্মি ম্যাগাজিন। সিনেপাড়ার তেমনই সব খবর ছাপতে গিয়ে ৭৯ বছর আগে খুন হতে হয়েছিল এক সাংবাদিককে।