Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Sania Mirza Shoaib Malik

‘এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়’! ২২ ঘণ্টা পর মুখ খুলল মির্জ়া পরিবার

শোয়েবের তৃতীয় বিয়ের ২২ ঘণ্টা পরে মুখ খুলল মির্জ়া পরিবার। বিচ্ছেদ নিয়ে নিজেদের বক্তব্য জানাল তারা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৪:২২
Share: Save:
০১ ১৫
পাক ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৈরি হয়েছে নানা জল্পনা। শোয়েবের আগের স্ত্রী ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়া।

পাক ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৈরি হয়েছে নানা জল্পনা। শোয়েবের আগের স্ত্রী ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়া।

০২ ১৫
কিন্তু শোয়েবের সঙ্গে সম্পর্কে কবে ইতি টানলেন তিনি? কবে হল তাঁদের বিবাহবিচ্ছেদ? আরও নানা প্রশ্নবাণ ছুটে গিয়েছে সানিয়ার দিকে। কিন্তু কোনও কিছু নিয়েই মুখ খোলেননি তিনি।

কিন্তু শোয়েবের সঙ্গে সম্পর্কে কবে ইতি টানলেন তিনি? কবে হল তাঁদের বিবাহবিচ্ছেদ? আরও নানা প্রশ্নবাণ ছুটে গিয়েছে সানিয়ার দিকে। কিন্তু কোনও কিছু নিয়েই মুখ খোলেননি তিনি।

০৩ ১৫
এ বার শোয়েবের তৃতীয় বিয়ের ২২ ঘণ্টা পরে মুখ খুলল তাঁর পরিবার। বিচ্ছেদ নিয়ে নিজেদের বক্তব্য জানালেন তাঁরা।

এ বার শোয়েবের তৃতীয় বিয়ের ২২ ঘণ্টা পরে মুখ খুলল তাঁর পরিবার। বিচ্ছেদ নিয়ে নিজেদের বক্তব্য জানালেন তাঁরা।

০৪ ১৫
২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া এবং শোয়েবের। তাঁদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে। আর সানিয়া সেই সময় ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে গিয়েছিলেন।

২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া এবং শোয়েবের। তাঁদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে। আর সানিয়া সেই সময় ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে গিয়েছিলেন।

০৫ ১৫
ব্রিসবেনেই পরিচয় হয় তাঁদের। শোয়েব-সানিয়ার সেই আলাপ পরে প্রণয়ে পরিণত হয়। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের এক সন্তানও রয়েছে। তাঁর নাম ইজ়হান।

ব্রিসবেনেই পরিচয় হয় তাঁদের। শোয়েব-সানিয়ার সেই আলাপ পরে প্রণয়ে পরিণত হয়। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের এক সন্তানও রয়েছে। তাঁর নাম ইজ়হান।

০৬ ১৫
শনিবার পাক ক্রিকেটারের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সানিয়া নিজে বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া জানায়নি।

শনিবার পাক ক্রিকেটারের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সানিয়া নিজে বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া জানায়নি।

০৭ ১৫
তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়েছে। মির্জ়া পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়।“

তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়েছে। মির্জ়া পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়।“

০৮ ১৫
“সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।’’

“সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।’’

০৯ ১৫
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’’

১০ ১৫
উল্লেখ্য, শনিবারই সানিয়ার বাবা ইমরান মির্জ়া জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ‘খুলা’ দিয়েছিলেন।

উল্লেখ্য, শনিবারই সানিয়ার বাবা ইমরান মির্জ়া জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ‘খুলা’ দিয়েছিলেন।

১১ ১৫
এত দিন বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি সানিয়া বা শোয়েবের কেউই। শনিবার পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি শোয়েব প্রকাশ্যে আনার পর প্রথম বার বিবাহবিচ্ছেদের কথা জানানো হল মির্জ়া পরিবারের পক্ষ থেকে।

এত দিন বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি সানিয়া বা শোয়েবের কেউই। শনিবার পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি শোয়েব প্রকাশ্যে আনার পর প্রথম বার বিবাহবিচ্ছেদের কথা জানানো হল মির্জ়া পরিবারের পক্ষ থেকে।

১২ ১৫
শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন দাদাকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।

শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন দাদাকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।

১৩ ১৫
শোয়েবের বোনের অভিযোগ, তাঁর দাদার বিবাহ-বহির্ভূত সম্পর্কই বিচ্ছেদের কারণ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের একাধিক সম্পর্ক নিয়ে তিতিবিরক্ত ছিলেন সানিয়া।

শোয়েবের বোনের অভিযোগ, তাঁর দাদার বিবাহ-বহির্ভূত সম্পর্কই বিচ্ছেদের কারণ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের একাধিক সম্পর্ক নিয়ে তিতিবিরক্ত ছিলেন সানিয়া।

১৪ ১৫
স্বামীকে অনেক বুঝিয়ে সঠিক পথে আনতে পারেননি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন আরও জানিয়েছেন, শোয়েবের তৃতীয় বিয়েতে মত ছিল না পরিবারের কারও। সানার সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব।

স্বামীকে অনেক বুঝিয়ে সঠিক পথে আনতে পারেননি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন আরও জানিয়েছেন, শোয়েবের তৃতীয় বিয়েতে মত ছিল না পরিবারের কারও। সানার সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব।

১৫ ১৫
প্রসঙ্গত, গত বছর থেকেই সানিয়া এবং শোয়েবের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সানিয়ার বাড়িতে ইফতার পার্টিতে ছিলেন না শোয়েব। ইফতার পার্টির ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছিলেন সানিয়া। সেখানে ছেলে ইজ়হান-সহ পরিবারের বাকিরা ছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারকে দেখা যায়নি। তাঁদের বিচ্ছেদ নিয়েও চলছিল জল্পনা। সেই আবহেই প্রকাশ্যে এল শোয়েবের তৃতীয় বিয়ের খবর।

প্রসঙ্গত, গত বছর থেকেই সানিয়া এবং শোয়েবের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সানিয়ার বাড়িতে ইফতার পার্টিতে ছিলেন না শোয়েব। ইফতার পার্টির ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছিলেন সানিয়া। সেখানে ছেলে ইজ়হান-সহ পরিবারের বাকিরা ছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারকে দেখা যায়নি। তাঁদের বিচ্ছেদ নিয়েও চলছিল জল্পনা। সেই আবহেই প্রকাশ্যে এল শোয়েবের তৃতীয় বিয়ের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE