কথায় বলে— ‘মান্ধাতার আমল’। কিন্তু কে এই মান্ধাতা? অনুসন্ধান করতে বসলে পুরাণ আর মহাকাব্য থেকে এমন সব কাহিনি উঠে আসে, যা সত্যিই হতবাক করে দেয়। পৌরাণিক রাজা মান্ধাতার কাহিনি বর্ণিত আছে ‘মহাভারত’-এর বনপর্বে। ওই মহাকাব্যেরই দ্রোণ ও শান্তি পর্বে তাঁর উল্লেখ রয়েছে। তিনি রামচন্দ্রের পূর্বপুরুষ। সুতরাং তিনি ‘রামায়ণ’-এও উল্লিখিত। সর্বোপরি ‘ঋগ্বেদ’-এর দশম মণ্ডলের ১৩৪ সংখ্যক স্তোত্র মান্ধাতার প্রতিই উৎসর্গীকৃত।