The guitar hotel in Florida all you need to know dgtl
The guitar hotel
ইয়া বড় গিটার! কিন্তু বাজে না, এখানে বিলাসবহুল ভাবে থাকা যায়, কত খরচ?
বিশ্বের প্রথম গিটার হোটেল এটি। যত্ন করে সাজানো হোটেলটি। একান্তে সময় কাটানোর জন্য আদর্শ ঠিকানা এই হোটেল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
দূর থেকে দেখে মনে হবে যেন বিশাল চেহারার একটি গিটার আকাশ ছুঁয়েছে। কিন্তু এই গিটারে সুর তোলা যায় না। তবে থাকা যায়। ভাবছেন নিশ্চয়ই এ আবার কেমন জিনিস! গিটারে কিনা থাকা যায়! দেখতে গিটার হলেও আসলে এটি একটি ঝাঁ চকচকে হোটেল।
ছবি সংগৃহীত।
০২১৬
হ্যাঁ, বিশাল চেহারার একটি হোটেলের কথাই হচ্ছে। যা দেখতে একটি গিটারের মতো। বিশ্বের প্রথম ‘গিটার হোটেল’ বলেও অনেকে চেনেন।
ছবি সংগৃহীত।
০৩১৬
এই হোটেলে থাকতে গেলে আপনাকে আমেরিকা পাড়ি দিতে হবে। দক্ষিণ ফ্লোরিডায় সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতেই রয়েছে এই গিটার হোটেল।
ছবি সংগৃহীত।
০৪১৬
গিটার হোটেলে ৬৩৮টি গেস্ট রুম রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্যুটও। সেখানেও জাঁকজমক ভাবে থাকতে পারবেন।
ছবি সংগৃহীত।
০৫১৬
গিটার হোটেলটি ৪৫ তলার। উচ্চতায় ৪৫০ ফুট। রিসর্টের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই হোটেল। গিটারের মতো দেখতে হওয়ায় হোটেলটিকে ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হয়েছে সকলের মধ্যে।
ছবি সংগৃহীত।
০৬১৬
বর্তমানে দক্ষিণ ফ্লরিডার ওই এলাকাটির অভিজ্ঞান হয়ে গিয়েছে গিটার হোটেল। এই হোটেলের সামনে রয়েছে এক টুকরো সবুজের প্রাঙ্গণ। রয়েছে বিভিন্ন গাছের সারি। রয়েছে স্যুইমিং পুলও। সব মিলিয়ে একান্তে সময় কাটানোর আদর্শ ঠিকানা।
ছবি সংগৃহীত।
০৭১৬
দিনের বেলায় ঝাঁ চকচকে নীল আকাশ আর সূর্যের আলোয় গিটার হোটেলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সূর্যের আলো যখন হোটেলের গায়ে পড়ে, তখন ঝলমল করে ওঠে চারদিক।
ছবি সংগৃহীত।
০৮১৬
রাতে আবার অন্য এক অবতারে দেখা যায় এই হোটেল। নিয়ন আলোর রোশনাইয়ে চেহারা পাল্টে যায় হোটেলের। এমনকি, অনেক সময় আলোর রংও বদলে যায়।
ছবি সংগৃহীত।
০৯১৬
বাইরে থেকে হোটেলকে যতটা সাজানো গোছানো লাগে, অন্দরসজ্জাও চোখধাঁধানো। এই বিলাসবহুল হোটেলের ভিতরে বিভিন্ন ধরনের শিল্পকর্ম রয়েছে।
ছবি সংগৃহীত।
১০১৬
হোটেলের অন্দরে রয়েছে সুবিশাল রান্নাঘর। পাশাপাশি বসে খাওয়ার এলাহি বন্দোবস্ত।
ছবি সংগৃহীত।
১১১৬
আমেরিকার সঙ্গীতশিল্পী এলভিস প্রেসলির বাইক, পোশাকও রাখা রয়েছে হোটেলের মধ্যে। শুধু তাই নয়, পপ গায়িকা রিহানা, সঙ্গীতশিল্পী ম্যাডোনার পোশাকও সাজিয়ে রাখা আছে। সেই সঙ্গে রয়েছে আরও এক সঙ্গীতশিল্পী নীল ডায়মন্ডের গাড়ি।
ছবি সংগৃহীত।
১২১৬
হোটেলে পাওয়া যাবে রকমারি চকোলেটও। পাশাপাশি হোটেলের মধ্যে রয়েছে বিশাল ঝর্না। যা দেখে চোখ জুড়িয়ে যাবে।
ছবি সংগৃহীত।
১৩১৬
গিটার হোটেলের বাথরুমও ঝাঁ চকচকে। আধুনিক বাথরুমে যা যা সুবিধা থাকে, তার সবটাই রয়েছে সেখানে।
ছবি সংগৃহীত।
১৪১৬
হোটেলের বেডরুমও নজরকাড়া। যত্ন করে সাজানো রয়েছে ঘরের প্রতিটি কোনা। ঘরের দেওয়ালে শোভা পেয়েছে নানা রকমের ছবি।
ছবি সংগৃহীত।
১৫১৬
সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর মধ্যে রয়েছে এই গিটার হোটেল। এই রিসর্টে রয়েছে ১৯টি রেস্তরাঁ, ২০টি পানশালা। এ ছাড়াও রয়েছে নাইটক্লাব, স্পা-ও।
ছবি সংগৃহীত।
১৬১৬
বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, এই হোটেলে এক রাতের জন্য থাকতে হলে খরচ করতে হবে প্রায় ৪৬৭ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩৮ হাজার টাকা।