The Enforcement Directorate served notice to Gauri Khan, the wife of Bollywood actor Shah Rukh Khan dgtl
Shah Rukh Khan-Gauri khan
গৌরী খানকে নোটিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার! শাহরুখ-পত্নীকে শীঘ্রই তলব করতে পারে ইডি
শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খুব শীঘ্রই ইডি তলব করতে পারে গৌরীকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিটি। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর স্বভাবতই ‘ডাঙ্কি’ নিয়েও উচ্ছ্বসিত ভক্তকুল। আর সেই ছবির মুক্তির আগেই আর্থিক প্রতারণার অভিযোগে শাহরুখের স্ত্রীকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
০২১১
শাহরুখ খানের পত্নী গৌরী খানকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখ-পত্নীর।
০৩১১
খুব শীঘ্রই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিসের কোনও জবাব দেননি বলেই খবর।
০৪১১
লখনউয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী।
০৫১১
গত কয়েক মাস আগেই লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় একটি এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।
০৬১১
তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ-পত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।
০৭১১
যশবন্তের দাবি, যে হেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
০৮১১
তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এ বার ইডির নজরে পড়লেন তিনি।
০৯১১
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁকে তলব করা হবে। তাঁর নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।
১০১১
শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের হিসেবে। ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।
১১১১
গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জড়িয়েছে গৌরীরও। ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি। গৌরী কোন কোন শর্তে জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে, সেই সব দিকই নাকি খতিয়ে দেখবে ইডি।