Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Tutankhamun Trumpet

যত বার বেজেছে, তত বারই যুদ্ধে মেতেছে পৃথিবী! সত্যিই কি ‘অভিশপ্ত’ তুতানখামেনের জোড়া সানাই?

মিশরের সম্রাট তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর আবিষ্কর্তারাও নাকি বাঁচতে পারেননি সেই অভিশাপ থেকে। সমাধি থেকে উদ্ধার হওয়া দুই সানাই নিয়েও রয়েছে হরেক গল্প।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ০৮:৫৮
Share: Save:
০১ ১৮
image of Tutankhamun mummy

মিশরের ফারাওদের সমাধিতে প্রবেশ করলেই নাকি ‘অভিশপ্ত’ হয়ে ওঠে জীবন। দীর্ঘ দিন এমনটাই মনে করা হত। এমনকি যে প্রত্নতত্ত্ববিদেরা সমাধির ভিতর প্রবেশ করতেন, তাঁদের অনেকের ছিল তেমনই ধারণা। মিশরের সম্রাট তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর আবিষ্কর্তারাও নাকি বাঁচতে পারেননি সেই অভিশাপ থেকে। সমাধি থেকে উদ্ধার হওয়া দুই সানাই নিয়েও রয়েছে হরেক গল্প।

০২ ১৮
image of trumptet

১৯২২ সালে আবিষ্কার হয় তুতানখামেনের সমাধি। আবিষ্কর্তা ছিলেন হাওয়ার্ড কার্টার এবং তাঁর দল। ওই সমাধি আবিষ্কারের পরেই নাকি গোখরোর ছোবলে কার্টারের পোষা পাখির মৃত্যু হয়। তবে মনে করা হয় সমাধি থেকে যে সব জিনিস মিলেছিল, সেগুলি কারও জীবনে অভিশাপ ডেকে আনেনি। তবে জোড়া সানাইয়ের বিষয়টি ভিন্ন।

০৩ ১৮
image of trumptet

তুতামখামেনের সমাধি থেকে হরেক জিনিসের সঙ্গে মিলেছিল সানাইয়ের মতো দেখতে দু’টি জিনিস। একটি রুপোর তৈরি। অন্যটি তামা বা ব্রোঞ্জের। ইতিহাসবিদেরা মনে করেন, এই বাদ্যযন্ত্র বাজিয়ে যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করতেন সম্রাট।

০৪ ১৮
image of tutankhamun

ভিড়ের মধ্যে যাতে সকলে শুনতে পারেন, তাই সেই বাদ্যযন্ত্রের শব্দ ছিল তীক্ষ্ণ। কিন্তু তা যে কখনও ‘অভিশাপ’ ডেকে আনতে পারে, ভাবতেও পারেননি ইতিহাসবিদেরা।

০৫ ১৮
image of trumpet

উদ্ধারের পর তুতানখামেনের আরও অনেক জিনিসপত্রের সঙ্গে এই সানাই দু’টিও রাখা হয়েছিল কায়রোর জাদুঘরে। ২০ বছরের মাথায় ব্রোঞ্জের তৈরি সানাইটি চুরি হয়ে যায় জাদুঘর থেকে। পরে মিশরের ট্রেনে ব্যাগবন্দি অবস্থায় মেলে সেই সানাই।

০৬ ১৮
image of trumpet

১৯৩৯ সালে সংবাদমাধ্যম বিবিসি ঘোষণা করে, তুতামখামেনের সমাধি থেকে উদ্ধার সেই সানাই দু’টি বাজানো হবে একটি অনুষ্ঠানে। তিন হাজার বছর পর বাজানো হবে ফারাওয়ের সানাই।

০৭ ১৮
image of trumpet

ঘোষণা শুনে আতঙ্কিত হয়ে ওঠেন ব্রিটিশদের বড় অংশ। তাঁদের আশঙ্কা ছিল, ওই সানাই বাজানো হলে ছড়িয়ে পড়তে পারে ‘অভিশাপ’। আর সেই ‘অভিশাপ’ ছায়া ফেলতে পারে ব্রিটিশদের জীবনে। যদিও অনেকেই তিন হাজার বছরের পুরনো ওই বাদ্যযন্ত্রের শব্দ শোনার জন্য উৎসাহী ছিলেন।

০৮ ১৮
image of trumpet

১৯৩৯ সালের বসন্তে একটি অনুষ্ঠানে বাজানো হয়েছিল সেই সানাই। ওই বছরেরই সেপ্টেম্বরে অ্যাডলফ হিটলারের নির্দেশে পোল্যান্ড আক্রমণ করে জার্মান সেনা। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

০৯ ১৮
image of trumpet

অতীতে এই সানাই বাজিয়ে যুদ্ধ ঘোষণা করতেন মিশরের সম্রাট। ব্রিটিশরা মনে করতে শুরু করেন যে, ওই সানাই বাজানোর কারণেই শুরু হয়েছে যুদ্ধ। সানাইয়ের শব্দ ‘সঙ্কেত’ হিসাবে কাজ করেছে।

১০ ১৮
image of tomb

এর পরেই একের পর এক গুজব ছড়িয়ে পড়তে থাকে। অনেকেই বলতে শুরু করেন, তুতানখামেনের সমাধিতে যে দল প্রবেশ করেছিল, তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেকের নাকি আত্মীয়বিয়োগ হয়েছিল।

১১ ১৮
image of trumpet

এর পর ক্রমে মুখে মুখে ফিরতে থাকে সে সব গুজব। এক দল দাবি করেন, অনুষ্ঠানের মহড়ার সময় একটি সানাই এক বাদকের হাত থেকে পড়ে ভেঙে যায়। তার জেরেই এই দুর্গতি।

১২ ১৮
image of trumpet

এ-ও শোনা যায়, রুপোর সানাইটি পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সেই রুপোর টুকরো যাঁরা কুড়িয়েছিলেন, তাঁদেরও ধাওয়া করেছে ‘অভিশাপ’। গোটা ঘটনা নাকি ঘটেছিল মিশরের রাজা ফারুকের সামনে। তিনি তখন মহড়া শুনতে এসেছিলেন।

১৩ ১৮
image of trumpet

যে অনুষ্ঠানে সানাই দু’টি বাজানো হয়েছিল, তার সম্প্রচার করেছিলেন যে ইঞ্জিনিয়ার, তিনিও দুর্ঘটনার মুখে পড়েছিলেন। স্টুডিয়োয় আসার পথে তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিল একটি ঘোড়ার গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন তিনি।

১৪ ১৮
image of trumpet

এর পর অনুষ্ঠানের সময়ও নাকি ঘটেছিল বিপত্তি। আচমকাই নিভে গিয়েছিল বেশ কয়েকটি আলো। তার পর আধো অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে হয়েছিল বাকি অনুষ্ঠান। বিশ্ব জুড়ে নাকি শুনেছিলেন ১৫ কোটি মানুষ।

১৫ ১৮
image of pharaoh

ঠিক কী কারণে সে দিন নিভে গিয়েছিল আলো, তা জানা যায়নি। অনেকেই দাবি করেন, ফারাওয়ের ‘অভিশাপের’ কারণে ও রকম অঘটন হয়েছিল।

১৬ ১৮
image of war

১৯৬৭ সালে আবার বাজানো হয়েছিল সেই রুপোর সানাই। তার পরেই ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ বেধেছিল মিশরের। ইতিহাসে ‘ছ’দিনের যুদ্ধ’ নামে পরিচিত সেই সংঘর্ষ।

১৭ ১৮
image of war

১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ এবং ২০১১ সালে মিশরের বিপ্লবের ঠিক আগেও নাকি বাজানো হয়েছিল তিন হাজার বছরের পুরনো সেই সানাই।

১৮ ১৮
image of tomb

তবে অনেক ইতিহাসবিদই মনে করেন, এ সবের কোনও ভিত্তি নেই। তুতানখামেনের সমাধির লিপিতে কোনও অভিশাপবাণীও লেখা ছিল না। সবটাই জনশ্রুতি। যদিও অনেকেই মনে করেন, তুতানখামেনের সমাধি থেকে মেলা সেই সানাই আর না বাজানোই মঙ্গলজনক।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy