Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Television actress

শ্বেতা থেকে চাহত, চারু! বার বার বিয়ে, বিচ্ছেদের তালিকায় রয়েছেন বহু টেলি অভিনেত্রী

মনের মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন বলে গাঁটছড়া বাঁধলেও বিচ্ছেদের পথে হেঁটেছেন টেলিভিশন জগতের একাধিক অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১২:৫৩
Share: Save:
০১ ২১
টেলিভিশন জগতে এমন একাধিক অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেদের কেরিয়ারে সাফল্যের স্বাদ পেলেও তাঁদের ব্যক্তিগত জীবনে চলার পথে হোঁচট খেয়েছেন। মনের মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন বলে গাঁটছড়া বাঁধলেও বিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, কেউ আবার অভিনয়ের পাশাপাশি নতুন সংসার নিয়ে ব্যস্ত। টেলি অভিনেত্রীদের এই তালিকায় রয়েছে শ্বেতা তিওয়ারি, চাহত খন্না এবং চারু আসোপার মতো তারকার নাম।

টেলিভিশন জগতে এমন একাধিক অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেদের কেরিয়ারে সাফল্যের স্বাদ পেলেও তাঁদের ব্যক্তিগত জীবনে চলার পথে হোঁচট খেয়েছেন। মনের মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন বলে গাঁটছড়া বাঁধলেও বিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, কেউ আবার অভিনয়ের পাশাপাশি নতুন সংসার নিয়ে ব্যস্ত। টেলি অভিনেত্রীদের এই তালিকায় রয়েছে শ্বেতা তিওয়ারি, চাহত খন্না এবং চারু আসোপার মতো তারকার নাম।

০২ ২১
‘কসৌটি জিন্দেগি কে’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন শ্বেতা তিওয়ারি। কিন্তু পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় আসেন অভিনেত্রী।

‘কসৌটি জিন্দেগি কে’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন শ্বেতা তিওয়ারি। কিন্তু পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় আসেন অভিনেত্রী।

০৩ ২১
১৯৯৮ সালে অভিনেতা রাজা চৌধরিকে বিয়ে করেছিলেন শ্বেতা। বিয়ের দু’বছরের মধ্যে কন্যা পলক তিওয়ারির জন্ম দেন শ্বেতা। কিন্তু রাজার সঙ্গে শ্বেতার সম্পর্ক ভাল ছিল না। বিয়ের ন’বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

১৯৯৮ সালে অভিনেতা রাজা চৌধরিকে বিয়ে করেছিলেন শ্বেতা। বিয়ের দু’বছরের মধ্যে কন্যা পলক তিওয়ারির জন্ম দেন শ্বেতা। কিন্তু রাজার সঙ্গে শ্বেতার সম্পর্ক ভাল ছিল না। বিয়ের ন’বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

০৪ ২১
শ্বেতার অভিযোগ, রাজা নিয়মিত মদ্যপান করতেন। রাজার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসারও অভিযোগ আনেন অভিনেত্রী। শুটিং সেটে গিয়ে শ্বেতার সঙ্গে অভব্য আচরণও করতেন রাজা, এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী।

শ্বেতার অভিযোগ, রাজা নিয়মিত মদ্যপান করতেন। রাজার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসারও অভিযোগ আনেন অভিনেত্রী। শুটিং সেটে গিয়ে শ্বেতার সঙ্গে অভব্য আচরণও করতেন রাজা, এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী।

০৫ ২১
২০০৭ সালে রাজার সঙ্গে বিচ্ছেদ হয় শ্বেতার। তার পর অভিনেতা অভিনব কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তিন বছর সম্পর্কে থাকার পর অভিনবকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

২০০৭ সালে রাজার সঙ্গে বিচ্ছেদ হয় শ্বেতার। তার পর অভিনেতা অভিনব কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তিন বছর সম্পর্কে থাকার পর অভিনবকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

০৬ ২১
কিন্তু অভিনবের সঙ্গেও শ্বেতার সংসার সুখের ছিল না। অভিনেত্রীর দাবি, প্রায়শই গার্হস্থ্য হিংসার শিকার হতেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অভিনবের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় শ্বেতার। বর্তমানে দুই সন্তান এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্বেতা।

কিন্তু অভিনবের সঙ্গেও শ্বেতার সংসার সুখের ছিল না। অভিনেত্রীর দাবি, প্রায়শই গার্হস্থ্য হিংসার শিকার হতেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অভিনবের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় শ্বেতার। বর্তমানে দুই সন্তান এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্বেতা।

০৭ ২১
‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন টেলিপাড়ার অভিনেত্রী দীপিকা কাকর। ২০১১ সালে রৌণক স্যামসন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় দু’জনের।

‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন টেলিপাড়ার অভিনেত্রী দীপিকা কাকর। ২০১১ সালে রৌণক স্যামসন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় দু’জনের।

০৮ ২১
বিচ্ছেদের পর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সেটে বন্ধুত্ব থেকে দু’জনের প্রেম হয়। ২০১৮ সালে শোয়েবের সঙ্গে বিয়ে করেন দীপিকা। বিয়ের পর ইসলাম ধর্মগ্রহণ করেছেন অভিনেত্রী। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফইজা।

বিচ্ছেদের পর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সেটে বন্ধুত্ব থেকে দু’জনের প্রেম হয়। ২০১৮ সালে শোয়েবের সঙ্গে বিয়ে করেন দীপিকা। বিয়ের পর ইসলাম ধর্মগ্রহণ করেছেন অভিনেত্রী। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফইজা।

০৯ ২১
‘চন্দ্রগুপ্ত মৌর্য’ ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন অভিনেত্রী স্নেহা ওয়াঘ। ২০০৭ সালে আবিষ্কার দারওয়েকারকে বিয়ে করেন স্নেহা। কিন্তু তাঁদের বিয়ে টেকেনি।

‘চন্দ্রগুপ্ত মৌর্য’ ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন অভিনেত্রী স্নেহা ওয়াঘ। ২০০৭ সালে আবিষ্কার দারওয়েকারকে বিয়ে করেন স্নেহা। কিন্তু তাঁদের বিয়ে টেকেনি।

১০ ২১
আবিষ্কারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৫ সালে অনুরাগ সোলাঙ্কিকে বিয়ে করেন স্নেহা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অনুরাগের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় স্নেহার। তার পর আর বিয়ে করেননি অভিনেত্রী।

আবিষ্কারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৫ সালে অনুরাগ সোলাঙ্কিকে বিয়ে করেন স্নেহা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অনুরাগের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় স্নেহার। তার পর আর বিয়ে করেননি অভিনেত্রী।

১১ ২১
‘উত্তরণ’ ধারাবাহিকের অভিনেত্রী রশমি দেসাই তাঁর সহ-অভিনেতা নন্দিশ সান্ধুকে ২০১১ সালে বিয়ে করেন। ২০১৬ সালের মার্চ মাসে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়।

‘উত্তরণ’ ধারাবাহিকের অভিনেত্রী রশমি দেসাই তাঁর সহ-অভিনেতা নন্দিশ সান্ধুকে ২০১১ সালে বিয়ে করেন। ২০১৬ সালের মার্চ মাসে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়।

১২ ২১
২০১৯ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের ১৩তম পর্বে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন রশমি। শোয়ের প্রতিযোগী আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

২০১৯ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের ১৩তম পর্বে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন রশমি। শোয়ের প্রতিযোগী আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

১৩ ২১
কিন্তু আরহানের জীবনের গোপন তথ্য প্রকাশ্যে আনেন ‘বিগ বস’-এর সঞ্চালক বলি অভিনেতা সলমন খান। তিনি জানান, আরহান বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবাও তিনি। এই সত্য রশমির কাছ থেকে গোপন করে রেখেছিলেন আরহান। পরে আরহানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

কিন্তু আরহানের জীবনের গোপন তথ্য প্রকাশ্যে আনেন ‘বিগ বস’-এর সঞ্চালক বলি অভিনেতা সলমন খান। তিনি জানান, আরহান বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবাও তিনি। এই সত্য রশমির কাছ থেকে গোপন করে রেখেছিলেন আরহান। পরে আরহানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

১৪ ২১
‘কুমকুম— এক প্যারা সা বন্ধন’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে চাহত খন্নাকে। ১৬ বছর বয়স থেকেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

‘কুমকুম— এক প্যারা সা বন্ধন’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে চাহত খন্নাকে। ১৬ বছর বয়স থেকেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

১৫ ২১
২০০৬ সালে ভরত নরসিংঘানিকে বিয়ে করেছিলেন চাহত। বিয়ের কয়েক মাস পর ভরতের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী। তার পর বিচ্ছেদও হয়ে যায় তাঁর।

২০০৬ সালে ভরত নরসিংঘানিকে বিয়ে করেছিলেন চাহত। বিয়ের কয়েক মাস পর ভরতের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী। তার পর বিচ্ছেদও হয়ে যায় তাঁর।

১৬ ২১
২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ে করেন চাহত। অভিনেত্রীর অভিযোগ, বিয়ের পর চাহতের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন ফারহান। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন চাহত। বর্তমানে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ে করেন চাহত। অভিনেত্রীর অভিযোগ, বিয়ের পর চাহতের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন ফারহান। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন চাহত। বর্তমানে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

১৭ ২১
হিন্দি ধারাবাহিক এবং ছবির পাশাপাশি বাংলা ছবিতে অভিনয় করে পরিচিতি গড়ে তুলেছেন বরখা বিশত। সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর কন্যাসন্তানের জন্ম দেন বরখা।

হিন্দি ধারাবাহিক এবং ছবির পাশাপাশি বাংলা ছবিতে অভিনয় করে পরিচিতি গড়ে তুলেছেন বরখা বিশত। সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর কন্যাসন্তানের জন্ম দেন বরখা।

১৮ ২১
২০২১ সালে ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বরখার। কানাঘুষো শোনা যায়, বিচ্ছেদের পর অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বরখা।

২০২১ সালে ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বরখার। কানাঘুষো শোনা যায়, বিচ্ছেদের পর অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বরখা।

১৯ ২১
হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ চারু আসোপার ব্যক্তিগত জীবনেও কম ঝড় বয়ে যায়নি। ‘দিয়া অওর বাতি হম’, ‘বাল বীর’, ‘দেবো কা দেব... মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ চারু আসোপার ব্যক্তিগত জীবনেও কম ঝড় বয়ে যায়নি। ‘দিয়া অওর বাতি হম’, ‘বাল বীর’, ‘দেবো কা দেব... মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

২০ ২১
রাজস্থানের এক ব্যবসায়ীকে বিয়ে করেন চারু। মতের অমিলের কারণে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তার পর নীরজ মালবীয় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। রাজস্থানে বাগ্‌দান পর্ব সারেন নীরজ এবং চারু। কিন্তু ২০১৭ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

রাজস্থানের এক ব্যবসায়ীকে বিয়ে করেন চারু। মতের অমিলের কারণে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তার পর নীরজ মালবীয় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। রাজস্থানে বাগ্‌দান পর্ব সারেন নীরজ এবং চারু। কিন্তু ২০১৭ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

২১ ২১
২০১৯ সালে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে বিয়ে করেন চারু। বিয়ের পর চারু এবং রাজীবের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। শারীরিক এবং মানসিক নির্যাতন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক— স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল চারুর। চার বছরের দাম্পত্যজীবনের পর চলতি বছরের ৮ জুন রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

২০১৯ সালে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে বিয়ে করেন চারু। বিয়ের পর চারু এবং রাজীবের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। শারীরিক এবং মানসিক নির্যাতন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক— স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল চারুর। চার বছরের দাম্পত্যজীবনের পর চলতি বছরের ৮ জুন রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy