Television actresses who accused their partners for domestic conflicts dgtl
Television Actress
শ্বেতা থেকে ডিম্পি, নিশা, সঙ্গীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন যে টেলি নায়িকারা
শ্বেতা তিওয়ারি, ডিম্পি গঙ্গোপাধ্যায় থেকে নিশা রাওয়াল— ছোট পর্দায় এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের সঙ্গীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও নিয়েছেন টেলিপাড়ার অভিনেত্রীরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১৪:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
শ্বেতা তিওয়ারি, ডিম্পি গঙ্গোপাধ্যায় থেকে নিশা রাওয়াল— ছোট পর্দায় এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের সঙ্গীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।
০২১৯
১৯৯৮ সালে টেলি অভিনেতা রাজা চৌধরীকে বিয়ে করেছিলেন হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বিয়ের দু’বছরের মধ্যে কন্যাসন্তান পলক তিওয়ারির জন্ম দেন অভিনেত্রী। ২০০৭ সালে রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্বেতা।
০৩১৯
শ্বেতার দাবি, বিয়ের পর যৌন হেনস্থার শিকার হতেন অভিনেত্রী। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
০৪১৯
ছোট পর্দার অভিনেতা অভিনব কোহলির সঙ্গে তিন বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে তাঁকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের তিন বছরের মধ্যে পুত্রসন্তান রেয়াংশ তিওয়ারির জন্ম দেন অভিনেত্রী। ২০১৯ সালে অভিনবের বিরুদ্ধে পুলিশের কাছে শারীরিক হেনস্থার অভিযোগ জানান শ্বেতা।
০৫১৯
শ্বেতার অভিযোগ, শ্বেতা এবং তাঁর কন্যা পলকের উপর মানসিক অত্যাচার করতেন অভিনব। পাশাপাশি যৌন হেনস্থারও শিকার হতেন শ্বেতা। অভিনেত্রীর অভিযোগের উপর ভিত্তি করে অভিনবকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ২০১৯ সালে শ্বেতা এবং অভিনবের বিবাহবিচ্ছেদ হয়।
০৬১৯
‘ম্যায় লক্ষ্মী তেরে অঙ্গন কি’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন টেলি অভিনেত্রী নিশা রাওয়াল। ২০১২ সালে ছোট পর্দার অভিনেতা কর্ণ মেহরাকে বিয়ে করেন তিনি। বিয়ের পাঁচ বছরের মধ্যে পুত্রসন্তানের জন্ম দেন নিশা।
০৭১৯
২০২১ সালের মে মাসে কর্ণের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন নিশা। অভিনেত্রীর দাবি, দেওয়ালে তাঁর মাথা বার বার ঠুকে দিয়েছেন কর্ণ। এমনকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন কর্ণ এমনটাও দাবি করেন নিশা। নিশার অভিযোগের ভিত্তিতে কর্ণকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির কয়েক দিন পর জামিনে ছাড়া পান তিনি।
০৮১৯
নিশার অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কর্ণ। তাঁর দাবি, নিশাই নাকি তাঁর গায়ে হাত তুলতেন। শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন বলে দাবি করেন কর্ণ। ২০২১ সালে নিশা এবং কর্ণ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
০৯১৯
২০১১ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রেশমী দেশাই তাঁর সহ-অভিনেতা নন্দীশ সান্ধুকে বিয়ে করেন। ২০১৬ সালে আইনি ভাবে বিবাহবিচ্ছেদ হয় দুই তারকার।
১০১৯
এক পুরনো সাক্ষাৎকারে রেশমী জানান, নন্দীশের কাছে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন তিনি। ‘নাচ বালিয়ে’ রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের সময় এমন একটি ঘটনা ঘটে যার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রেশমী।
১১১৯
২০০৬ সালে সম্প্রচারিত ‘কুলবধূ’ হিন্দি ধারাবাহিকের শুটিংয়ের সময় ছোট পর্দার অভিনেতা শালিন ভানোটের সঙ্গে পরিচয় হয় টেলি অভিনেত্রী দলজিৎ কউরের। ২০০৯ সালে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। কিন্তু বিয়ের ছ’বছর পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
১২১৯
দলজিতের দাবি, বিয়ের পর থেকেই তাঁর প্রতি মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক হেনস্থাও করতেন শালিন। এমনকি বিয়ের পর পণ চাওয়ার জন্য খুনের হুমকিও দলজিৎকে দেন শালিন। ২০১৫ সালে শালিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আট বছর পর ২০২৩ সালে শিল্পপতি নিখিল পটেলকে বিয়ে করেন দলজিৎ।
১৩১৯
‘প্যার কি ইয়ে এক কহানি’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন ভিভিয়ান ডিসেনা। ২০১৩ সালে অভিনেতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তাঁর সহ-অভিনেত্রী ভাহবিজ় দোরাবজি। তিন বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলেন ছোট পর্দার দুই তারকা।
১৪১৯
২০১৭ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ভিভিয়ান এবং ভাহবিজ়। ভিভিয়ানের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী। এমনকি বিচ্ছেদের পর ভিভিয়ানের কাছে খোরপোশ চাইলে কটাক্ষের শিকার হন ভাহবিজ়।
১৫১৯
বাঙালি অভিনেত্রী ডিম্পি গঙ্গোপাধ্যায় একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে রাহুল মহাজনকে বিয়ে করেন। ২০১০ সালে বিয়ের কয়েক মাস পরেই রাহুলের বাড়ি ছেড়ে চলে যান ডিম্পি। রাহুলের বিরুদ্ধে ডিম্পি শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। তাঁর মুখে, শরীরে নানা জায়গায় আঘাতের চিহ্নও দেখান অভিনেত্রী।
১৬১৯
ডিম্পির অভিযোগ, গায়ে হাত তোলার পাশাপাশি নাকি এক দিন ডিম্পির দিকে বন্দুক তাক করে ভয়ও দেখিয়েছিলেন রাহুল। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাহুলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডিম্পি। ২০১৫ সালের নভেম্বর মাসে দুবাইয়ের শিল্পপতি রোহিত রায়কে বিয়ে করেন ডিম্পি।
১৭১৯
মডেলিং নিয়ে কেরিয়ার গড়তে ইরান থেকে ভারতে আসেন ছোট পর্দার অভিনেত্রী মন্দনা কারিমি। ২০১৬ সালে মুম্বইয়ের শিল্পপতি গৌরব গুপ্তের সঙ্গে আলাপ হয় মন্দানার।
১৮১৯
২০১৭ সালে গৌরবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন মন্দানা। অভিনেত্রীর দাবি, বিয়ের পর তাঁকে অভিনয় ছেড়ে দেওয়ার জন্য জোর করতেন গৌরব।
১৯১৯
এমনকি মন্দনাকে তাঁর বাপের বাড়ি যেতেও নাকি বাধা দিতেন গৌরব। গৌরবের পাশাপাশি মন্দনার শ্বশুরবাড়ির লোকেরাও অভিনেত্রীর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ। ২০২১ সালে গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন মন্দনা।