Television actress Nithya Sasi arrested for allegedly honey trapping and extortion case in Kerala dgtl
Television actress Nithya Sasi
বৃদ্ধের সঙ্গে বন্ধুত্ব, অশ্লীল ছবি দেখিয়ে হুমকি, গ্রেফতার টেলি অভিনেত্রী
ধারাবাহিকজগতের অভিনেত্রী নিত্য সাসি এবং তাঁর বন্ধু বিনিকে ‘হানি ট্র্যাপ’-এর অভিযোগে গ্রেফতার করে কেরল পুলিশ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৪:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
নিজের বাড়ি বিক্রি করতে চাইছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। তাই সংবাদপত্রে সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। তাতেই ধেয়ে এল বিপদ। ১৮ জুলাই স্থানীয় থানার দ্বারস্থ হন তিনি।
০২১৪
চলতি বছরের মে মাসে ধারাবাহিকজগতের এক অভিনেত্রী তাঁর সঙ্গে বৃদ্ধের একাধিক অশালীন ছবি দেখিয়ে হুমকি দিতে শুরু করেন, এই অভিযোগ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন বৃদ্ধ। মোটা টাকা না দিলে বৃদ্ধের সঙ্গে তোলা অশ্লীল ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিনেত্রী। এমনটাই দাবি করেন বৃদ্ধ।
০৩১৪
বৃদ্ধের অভিযোগের উপর ভিত্তি করে অভিনেত্রী নিত্য সাসি এবং তাঁর বন্ধু বিনুকে গ্রেফতার করে পুলিশ। মালয়ালম ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ৪১ বছরের নিত্য।
০৪১৪
বৃদ্ধের দাবি, সংবাদপত্রে বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন নিত্য। বা়ড়ি কেনার আগ্রহও দেখান অভিনেত্রী। ফোনে কথা বলে বৃদ্ধের বিশ্বাস জয় করে ফেলেন নিত্য।
০৫১৪
কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা ওই বৃদ্ধ। তবে কেরলের কোল্লাম জেলার পারাভুর শহরে একটি বাড়ি রয়েছে তাঁর।সেই বাড়িটিই বিক্রি করতে চাইছিলেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ।
০৬১৪
অভিযোগ, বৃদ্ধের সঙ্গে ফোনে কথা বলার পর তাঁর সঙ্গে পারাভুরের বাড়িতে দেখা করতে চান নিত্য। বাড়িটি স্বচক্ষে দেখবেন বলে অভিনেত্রী তাঁর বন্ধু বিনুকেও সঙ্গে নিয়ে যান। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরেই ঘটনাটি অন্য দিকে মোড় নেয়।
০৭১৪
বৃদ্ধের দাবি, বাড়িতে পৌঁছনোর পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন নিত্য। এমনকি ভয় দেখিয়ে বৃদ্ধকে সম্পূর্ণ বিবস্ত্রও করেন। বিনুর উপস্থিতিতেই নিত্য এই ঘটনাগুলি ঘটিয়েছেন বলে অভিযোগ বৃদ্ধের।
০৮১৪
অভিযোগ, বৃদ্ধের সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হয়ে নিজের ছবিও বিনুকে দিয়ে তুলিয়েছিলেন নিত্য। তার পরেই নাকি বৃদ্ধকে ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী। বৃদ্ধের অভিযোগ, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন নিত্য।
০৯১৪
অভিযোগ, বৃদ্ধের কাছ থেকে বাড়ি কেনার পরিবর্তে ২৫ লক্ষ টাকা দাবি করেন নিত্য। টাকা দিতে রাজি না হওয়ায় বৃদ্ধের সঙ্গে তোলা অশ্লীল ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেবেন বলে ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী।
১০১৪
নিত্যের হুমকিতে ভয় পেয়ে অভিনেত্রীকে ১১ লক্ষ টাকা দেন বৃদ্ধ। কিন্তু অভিনেত্রী নাছোড়বান্দা। বৃদ্ধের দাবি, আরও বেশি পরিমাণ টাকা বৃদ্ধের কাছে চেয়ে হুমকি দিতে থাকেন তিনি।
১১১৪
বাধ্য হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন বৃদ্ধ। নিত্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বার বার এমন হুমকিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ।
১২১৪
পুলিশ সূত্রে খবর, মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বিনু। নিত্যের সঙ্গে বহু দিনের সম্পর্ক রয়েছেন তিনি। নিত্যের বাড়িতে বিনুর যাতায়াত ছিল বলেও জানতে পারে পুলিশ।
১৩১৪
নিত্য এবং বিনুকে গ্রেফতার করতে ফাঁদ পাতে পুলিশ। টাকা দেওয়ার নাম করে শহরের একটি নির্দিষ্ট জায়গায় নিত্যকে দেখা করতে বলেন বৃদ্ধ। নিত্য সেখানে পৌঁছলে পুলিশ অভিনেত্রীকে গ্রেফতার করবে, এমনই পরিকল্পনা ছিল পুলিশের।
১৪১৪
পুলিশের পরিকল্পনামাফিকই সব হল। বৃদ্ধের ফোন পেয়ে টাকা নিতে যথা স্থানে পৌঁছলে নিত্যকে গ্রেফতার করে কেরল পুলিশ। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, নিত্য এবং বিনু এই ধরনের অপরাধের সঙ্গে আগেও জড়িত ছিলেন কিনা তার খোঁজ পেতে তদন্ত করছেন তাঁরা। দোষী প্রমাণ হলে দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।