
জনসংখ্যার উপর ভিত্তি করে লোকসভা ও বিধানসভা আসনের হবে সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন)। কেন্দ্রের এ হেন সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছে তামিলনাড়ু। এতে দিল্লিতে তাদের রাজনৈতিক প্রভাব কমবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণী রাজ্যটির মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। বিষয়টিকে কেন্দ্র করে তামিলভূমিতে জন্ম হয়েছে নতুন বিতর্কের। স্ট্যালিনের যুক্তি মানতে নারাজ কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।

আগামী বছর তামিলনাড়ুতে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সীমানা পুনর্নির্ধারণের কাজ সেরে ফেলতে চাইছে কেন্দ্র। আর এখানেই আপত্তি রয়েছে তামিল সরকারের। শুধু তা-ই নয়, লোকসভা ও বিধানসভা আসনের সীমানা পুনর্নির্ধারণে যাতে রাজনৈতিক লোকসান না হয়, তার জন্য দ্রুত রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। আর এ ব্যাপারে জনপ্রিয় অভিনেতা তথা ‘মক্কাল নিধি মাইয়ম’-এর (সেন্টার ফর পিপল্স জাস্টিস) নেতা কমল হাসনকে পাশে পেয়েছেন তিনি।