Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Indian Batters in T20 international

‘দাদাগিরি’ রোহিতের, অনেক পিছিয়ে বিরাট! টি২০তে দেশের হয়ে সেঞ্চুরি করাদের তালিকায় হারিয়ে যাওয়া ব্যাটার

জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে শতরান করে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন হারিয়ে যাওয়া এক ব্যাটার। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের নামও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১০:৩৬
Share: Save:
০১ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ়ে শতরান করে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন অভিষেক শর্মা। তিনি ভারতের দশম ব্যাটার যিনি দেশের হয়ে টি২০-তে শতরান করলেন। এই তালিকায় যেমন রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের নাম, তেমনই রয়েছে প্রায় হারিয়ে যাওয়া এক ব্যাটারের নামও।

০২ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন সুরেশ রায়না। ২০১০ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০ বলে ১০১ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। তাঁর ইনিংসে ভর করে ১৪ রানে ম্যাচ জেতে ভারত।

০৩ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় শতরান করেন রোহিত শর্মা। ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ বলে ১০৬ রান করেন তিনি। তবে রোহিত শতরান করলেও ডুমিনির দাপটে ম্যাচ হেরে যায় ভারত।

০৪ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

রোহিত অবশ্য টি২০ ক্রিকেটে পাঁচটি শতরান করেছেন। তাঁর দ্বিতীয় শতরানটি আসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে। মাত্র ৪৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেন রোহিত। চামিরা-পেরেরাদের দুরমুশ করে ২০ ওভারে ২৬০ রান তোলে ভারত। জবাবে ১৭২ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

০৫ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

বিশ্বকাপজয়ী অধিনায়কের তৃতীয় শতরানটি আসে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সালে ব্রিস্টলের সেই ম্যাচে ৫৬ বলে অপরাজিত ১০০ করেন রোহিত। তাঁর এবং হার্দিকের ব্যাটের জোরে ইংল্যান্ডের ১৯৮ রান ১৮ ওভারেই তুলে ফেলে ভারত।

০৬ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেটে রোহিতের চতুর্থ শতরানের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ় জেতে ভারত। রোহিতের ৬১ বলে অপরাজিত ১১১ রানের সৌজন্যে ১৯৫ রান তোলে ভারত। জবাবে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং।

০৭ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেট রোহিতের কেরিয়ারের শেষ শতরানটি আসে চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে। ৬৯ বলে অপরাজিত ১২১ রানের সৌজন্যে ২১২ রান তোলে ভারত। দ্বিতীয় সুপার ওভারে ম্যাচ জেতে ভারত।

০৮ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেটে দেশের হয়ে তৃতীয় শতরানটি আসে লোকেশ রাহুলের ব্যাট থেকে। ২০১৬ সালে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে রোহিত-রাহুলের ব্যাটে ২৪৪ রানে থামে ভারত। ৫১ বলে রাহুলের ১১০ রানের অপরাজিত ইনিংসও ভারতকে জেতাতে পারেনি।

০৯ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

রাহুলের দ্বিতীয় শতরানটি আসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ২০১৮ সালে। ডানহাতি ব্যাটারের ৫৪ বলে ১০১ রানের দাপটে ইংরেজদের হেলায় হারায় ভারত।

১০ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

ভারতের হয়ে শতরান করেছেন দীপক হুডাও। এখন আর প্রায় আলোচনার মধ্যেই না থাকা ডানহাতি ব্যাটার ২০২২ সালে আইরিশদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। তাঁর ৫৭ বলে ১০৪ রানে ভর করে আইরিশদের ৪ রানে হারায় ভারত।

১১ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

টি২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার ছিলেন কয়েক দিন আগে পর্যন্ত। দেশের হয়ে একাধিক সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সেই সূর্যকুমার যাদবের। ডানহাতি ব্যাটার দেশের হয়ে প্রথম শতরান করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে সূর্যের ৫৫ বলে ১১৭ রানের ইনিংসের পরেও ১৭ রানে হেরে যায় ভারত।

১২ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

সূর্য দেশের হয়ে নিজের দ্বিতীয় শতরানটি করেন ২০২২ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। মাত্র ৫১ বলে ১১১ রান করেন ডানহাতি ব্যাটার। ভারত কিউয়িদের হারায় ৬৫ রানে।

১৩ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

সূর্য দেশের হয়ে নিজের তৃতীয় শতরানটি করেন ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৫১ রানে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারায় ভারত।

১৪ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

সূর্যের চতুর্থ শতরান গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫৬ বলে ১০০ রানের সৌজন্যে ২০১ রান তোলে ভারত। জবাবে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

১৫ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

দেশের হয়ে টি২০-তে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলিও। তাঁর একমাত্র শতরানটি এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে ২০২২ সালে। ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে আফগানদের ১০১ রানে হারায় ভারত।

১৬ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

গত বছর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নিজের একমাত্র আন্তর্জাতিক টি২০ শতরানটি করেন শুভমন গিল। তাঁর ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংসের দাপটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় কিউয়িরা।

১৭ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকের একমাত্র শতরানটি করেন যশস্বী জয়সওয়াল। ৪৯ বলে ১০০ রান করেন তিনি। ভারত নেপালকে হারায় ২৩ রানে।

১৮ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে নিজের একমাত্র শতরানটি করেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর অপরাজিত ১২৩ রানে ভর করে ভারত ২২২ রান করলেও অসিরা সে রান টপকে যায়।

১৯ ১৯
Suresh Raina to Abhishek Sharma list of Indian centurions in International T20

তালিকার শেষতম সংযোজন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ম্যাচে শতরান করেন বাঁহাতি ওপেনার। তাঁর ব্যাটিংয়ে সিরিজ়ে সমতা ফেরায় ভারত।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy