Supertech Twin Towers demolition: 12 steps to 9-second implosion dgtl
Twin Tower
Twin Tower: ‘যুদ্ধের’ প্রস্তুতি প্রায় শেষ, ১২ ধাপে ধ্বংস হবে গগনচুম্বী, তৈরি অ্যাম্বুল্যান্স, দমকল
অট্টালিকা ভাঙা ঘিরে শেষ মুহূর্তের তৎপরতা নয়ডায়। বহুতল ভাঙতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
সংবাদ সংস্থা
নয়ডাশেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ০৮:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে নয়ডার যমজ অট্টালিকা (টুইন টাওয়ার)। কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
০২২০
রবিবার দুপুর আড়াইটে নাগাদ অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। ৩,৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ন'সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হবে এই বিশালাকার বহুতল।
০৩২০
অট্টালিকা ভাঙা ঘিরে রবিবার সকালে শেষ মুহূর্তের তৎপরতা নয়ডায়। বহুতল ভাঙতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
০৪২০
সকাল থেকে দুপুর— অট্টালিকা ভাঙার আগে কোন সময়ে কী করা হবে, তারই এক ঝলক রইল এখানে।
০৫২০
সকাল সাড়ে ৬: ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
০৬২০
সকাল ৭টা: যমজ অট্টালিকা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়। আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হল।
০৭২০
সকাল ৯টা: অট্টালিকা চত্বর ও তার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হবে।
০৮২০
সকাল ১১টা: যমজ অট্টালিকা চত্বরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে সরানো হবে।
০৯২০
দুপুর ১টা: পরীক্ষা করে দেখার পর অট্টালিকা চত্বর ছাড়বেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।
১০২০
দুপুর পৌনে ২টো: বহুতল ভাঙার আগে শেষ মুহূর্তে অট্টালিকা চত্বর আরও এক বার সম্পূর্ণ পরিদর্শন করা হবে।
১১২০
দুপুর সওয়া ২টো: নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ করা হবে।
১২২০
দুপুর আড়াইটে: যমজ অট্টালিকা ভাঙার কাজ শুরু হবে।
১৩২০
দুপুর পৌনে ৩টে: খোলা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে।
১৪২০
বিকেল ৪টে: আশপাশের ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ আবার চালু করা হবে। পুরোদমে এই পরিষেবা চালু করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
১৫২০
বিকেল সাড়ে ৫টা: সব কিছু খতিয়ে দেখার পর পরিস্থিতি বুঝে আশপাশের বাসিন্দাদের ফেরানো হবে।
১৬২০
যমজ অট্টালিকা ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।
১৭২০
আগামী ৩১ অগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ।
১৮২০
অট্টালিকা ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনও বিমান উড়বে না, নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।
১৯২০
ধ্বংসের জেরে ধুলোর আস্তরণ পড়তে পারে, তাই দমকলের ইঞ্জিন রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্সও।
২০২০
নয়ডার এই যমজ অট্টালিকা প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনি নির্মাণ বলে অভিযোগ করা হয়েছিল। যার জল গড়িয়েছিল আদালতে। শেষে ২০২২ সালের ১২ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ২৮ অগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই রবিবার পতন হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা দেশের।