Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Hot Pollice Officer

পুলিশের উর্দি যেমন পরেন, তেমন বিকিনিও! তাঁর রূপে প্রেমে পাগল অপরাধী থেকে আমজনতা

পেশায় পুলিশকর্মী এই তরুণী বিকিনি পরতে ভালবাসেন। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! তাঁকে দেখে পাগল বহু পুরুষ-হৃদয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১২:২৯
Share: Save:
০১ ১৮
photo of Woman Police Officer

পুলিশকর্মী মানেই তাঁর চেহারায় ফুটে ওঠে একটা বলিষ্ঠ ভাব। চোখেমুখে থাকে ‘মর্দানি’র ছাপ। আর সেই পুলিশকর্মী যদি কোনও সুন্দরী হন, তা হলে তাঁকে দেখে বহু পুরুষের হৃদয়েই ধুকপুকানি শুরু হয়। দেশ-বিদেশে অনেক সুন্দরী পুলিশকর্মীই রয়েছেন, সমাজমাধ্যমে যাঁদের অনুরাগীর সংখ্যা যে কোনও খ্যাতনামীর কাছে ঈর্ষণীয়।

ছবি সংগৃহীত।

০২ ১৮
photo of Woman Police Officer

কলম্বিয়ার এমনই এক মহিলা পুলিশকর্মী রয়েছেন, যাঁর প্রেমে হাবুডাবু খাচ্ছেন অগণিত যুবক। ওই মহিলা পুলিশকর্মীর লাস্যময়তায় কাবু হয়ে গিয়েছেন তাঁরা।

ছবি সংগৃহীত।

০৩ ১৮
photo of Woman Police Officer

তাঁর নাম অ্যালেক্স নারভেজ়। ২৮ বছরের এই তরুণী পুলিশকর্মী হিসাবে কাজ করছেন। রক্ষকের ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত শখ-আহ্লাদও পূরণ করছেন তিনি।

ছবি সংগৃহীত।

০৪ ১৮
photo of Woman Police Officer

পুলিশকর্মী মানেই সব সময় রাশভারী হাবভাব বজায় থাকতে হবে— এমন ধারণা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অ্যালেক্স।

ছবি সংগৃহীত।

০৫ ১৮
photo of Woman Police Officer

পুলিশকর্মী হয়ে কিনা খোলামেলা পোশাক পরবেন! পুলিশকর্মী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মতো করে ব্যক্তিগত জীবনযাপনে স্বচ্ছন্দ অ্যালেক্স।

ছবি সংগৃহীত।

০৬ ১৮
photo of Woman Police Officer

অ্যালেক্সের বিকিনির শখ রয়েছে। তাই পুলিশের উর্দির পাশাপাশি তাঁর পরনে দেখা যায় বিকিনিও। পুলিশকর্মীর এই ‘খুল্লমখুল্লা’ অবতারেই কাবু তাঁর ভক্তরা।

ছবি সংগৃহীত।

০৭ ১৮
photo of Woman Police Officer

‘টিকটক’-এ বেশ জনপ্রিয় অ্যালেক্স। এই সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ৭ লক্ষেরও বেশি।

ছবি সংগৃহীত।

০৮ ১৮
photo of Woman Police Officer

ছিপছিপে চেহারা অ্যালেক্সের। বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখে বোঝাই যায় না যে তিনি পেশায় পুলিশকর্মী।

ছবি সংগৃহীত।

০৯ ১৮
photo of Woman Police Officer

বিকিনিতে বেশ স্বচ্ছন্দ অ্যালেক্স। কাজের বাইরে বাড়িতে বিকিনি পরেই একান্তে সময় কাটান তিনি। তার নিদর্শন পাওয়া গিয়েছে টিকটকে।

ছবি সংগৃহীত।

১০ ১৮
photo of Woman Police Officer

বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখেই মজেছেন তাঁর অগণিত ভক্তরা। টিকটকে তাঁর বিকিনি পরা অবতার দেখেই বহু ভক্তই নানা মন্তব্য করেন। অনেকে প্রেম নিবেদনও করেন।

ছবি সংগৃহীত।

১১ ১৮
photo of Woman Police Officer

টিকটকে বিকিনি পরে উষ্ণতা ছড়ান অ্যালেক্স। যা দেখে বুঁদ হয়ে থাকেন তাঁর অনুরাগীরা। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অ্যালেক্স নিজে মুখেই জানিয়েছেন যে, তাঁর অনুরাগীরা সকলেই ‘ব্যাড বয়’।

ছবি সংগৃহীত।

১২ ১৮
photo of Woman Police Officer

এই ‘ব্যাড বয়’ বা ‘দুষ্টু’ ছেলেদের নজর এড়াতে চান না অ্যালেক্সও। মানে তাঁর প্রতি এই ‘দুষ্টু’ ছেলেদের আকর্ষণ অ্যালেক্সও যে বেশ উপভোগ করেন, তা তাঁর ভিডিয়ো, ছবি দেখলেই আভাস পাওয়া যায়। প্রকৃতপক্ষে, অনেক অপরাধীও যে তাঁর রূপের প্রেমে পড়েছেন, তা-ও জানিয়েছেন তিনি।

ছবি সংগৃহীত।

১৩ ১৮
photo of Woman Police Officer

অ্যালেক্সের অনুরাগীরা তো তাঁর সঙ্গে এক বার দেখা করতে মরিয়া। কেউ কেউ বলেছেন, ‘‘ওঁর কাছে যাওয়ার জন্য অপরাধ করতেও রাজি।’’

ছবি সংগৃহীত।

১৪ ১৮
photo of Woman Police Officer

আবার কেউ লিখেছেন যে, অ্যালেক্স যেন তাঁকে হাতকড়া পরান। এক জন তো আবার অ্যালেক্সের ছবি এবং ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘‘আমি দুষ্টু ছেলে।’’

ছবি সংগৃহীত।

১৫ ১৮
photo of Woman Police Officer

অ্যালেক্সের অপর এক অনুরাগী লিখেছেন, ‘‘ম্যাডাম, আমি এক জন অপরাধী। আমায় গ্রেফতার করতে পারেন।’’

ছবি সংগৃহীত।

১৬ ১৮
photo of Woman Police Officer

তবে শুধু বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখেই তাঁর অনুরাগীরা পাগল নন। পুলিশের উর্দিও যখন পরেন অ্যালেক্স, তখনও তাঁকে দেখে মোহিত হয়ে যান ওই ‘দুষ্টু ছেলেরা’।

ছবি সংগৃহীত।

১৭ ১৮
photo of Woman Police Officer

তন্বী চেহারায় আঁটসাঁট ভাবে পুলিশের উর্দি পরেন অ্যালেক্স। এই অবতারেও লাস্যময়ী লাগে তাঁকে।

ছবি সংগৃহীত।

১৮ ১৮
photo of Woman Police Officer

অ্যালেক্সের কোনও কোনও অনুরাগী আবার তাঁকে এ-ও পরামর্শ দিয়েছেন যে, পুলিশের পেশা ছেড়ে সুপারমডেল হওয়া উচিত। এক জন পুলিশকর্মী হয়ে যে ভাবে নিজের সৌন্দর্যকে মেলে ধরেছেন এবং তাঁর যা অনুরাগীর সংখ্যা, তাতে অ্যালেক্স যেন সুপারমডেলই।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy