Story of Anshuman aka Tarun Arora from the Bollywood movie Jab we met dgtl
Tarun Arora
বিয়ে করেন সাত বছরের বড় ব্রিটিশ অভিনেত্রীকে, ‘জব উই মেট’-এর পরেও ভাগ্য ফেরেনি অংশুমানের
‘জব উই মেট’-এর পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অংশুমান। সম্প্রতি তিনি নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ০৯:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘জব উই মেট’ সিনেমার অংশুমানকে মনে আছে? পর্দায় যাঁর জন্য করিনা কপূর প্রাণপাত করেছিলেন পরে সেই অংশুমানই তাঁকে ছেড়ে দিয়ে চলে যান। ‘জব উই মেট’-এর পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অংশুমান। সম্প্রতি তিনি নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কাঁচা-পাকা চুল-দাড়িতে তাঁকে চেনাই যাচ্ছে না। তার সঙ্গে আবার সিক্স প্যাকের মহিমায় তিনি রীতিমতো আগুন ঝড়িয়েছেন।
০২১৫
অংশুমানের আসল নাম তরুণ অরোরা। ১৯৭৯ সালের ১৪ জুন অসমে জন্ম এই অভিনেতার।
০৩১৫
বেঙ্গালুরুতে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সময় মডেলিংয়ে হাতেখড়ি তরুণের। ১৯৯৮ সালে একটি মডেলিং শো জেতার পর মডেল হিসাবে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন তিনি।
০৪১৫
পরে তরুণকে নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে দেখা যায়। বেশ কয়েক জন ফ্যাশন ডিজাইনারের জন্য র্যাম্পেও হাঁটেন তরুণ।
০৫১৫
এর পর হান্স রাজ হান্সের মিউজিক ভিডিয়ো ‘দিল চোরি’তে মুখ দেখিয়ে রাতারাতি মেয়েদের মনে জায়গা করে নেন তিনি।
০৬১৫
১৯৯৯ সালে সিনেমা জগতে পা দেন তরুণ। ‘পেয়ার মে কভি কভি’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে ওই সিনেমায় তিনি মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি।
০৭১৫
মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান ২০০৪ সালে। ‘হাওয়াস’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তরুণ।
০৮১৫
পরের তিন বছরে ‘শিন’, ‘১৯ রেভোলিউশনস’, ‘মেন নট অ্যালাউড’, ‘ঘুটন’-এর মতো বেশ কয়েকটি কম বাজেটের সিনেমায় তরুণ অভিনয় করেন।
০৯১৫
২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমায় অংশুমানের চরিত্রে অভিনয়ের সুযোগ পান তরুণ। এই ছবির কারণে তিনি বেশ কিছু দিন চর্চায় ছিলেন। তবে তাঁর ভাগ্যের শিকে ছেঁড়েনি।
১০১৫
‘জব উই মেট’-এর মতো ‘হিট’ ছবিতে অভিনয় করেও বসে থাকতে হয়েছিল তরুণকে। খুব বড় বাজেটের হিন্দি সিনেমার প্রস্তাব তাঁর কাছে আর কোনও দিন আসেনি।
১১১৫
২০০৯ সালে আরও দু’টি কম বাজেটের সিনেমায় অভিনয় করেন তরুণ। তার পর দীর্ঘ দিন বলি পাড়া থেকে দূরে ছিলেন।
১২১৫
এর পর ২০১৬ সালে তামিল সিনেমা ‘কানিথান’-এর মাধ্যমে অভিনয়ে ফিরে আসেন। এই সিনেমায় অভিনয়ের জন্য বিস্তর প্রশংসাও কুড়োন তিনি।
১৩১৫
পরে আরও কয়েকটি বড় বাজেটের দক্ষিণ ভারতীয় সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তরুণকে। জনপ্রিয় চিরঞ্জীবীর সঙ্গেও অভিনয় করেন তিনি।
১৪১৫
তাঁর শেষ হিন্দি সিনেমা ছিল ‘লক্ষ্মী’। অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তরুণকে।
১৫১৫
নিজের থেকে বয়সে সাত বছরের বড় অভিনেত্রী অঞ্জলা জাভেরিকে বিয়ে করেছেন তরুণ। বলিউডে কয়েকটি ছবিতে কাজ করা অঞ্জলা এক জন ব্রিটিশ অভিনেত্রী। মূলত তেলুগু এবং হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। এ ছাড়াও কয়েকটি তামিল, মালয়ালম এবং কন্নড় ছবিতেও দেখা গিয়েছে অঞ্জলাকে।