star marked 500 rupees notes are legal as cleared by RBI dgtl
Note
৫০০ টাকার নোটে তারা চিহ্ন! হাতে এলে কী করবেন? জেনে রাখুন রিজার্ভ ব্যাঙ্কের ব্যাখ্যা
সমাজমাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে এই নোটগুলির বৈধতা নিয়ে। কেউ বলছেন, এগুলি জালও হতে পারে।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৬:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
জাল না বৈধ? ৫০০ টাকার নোট ঘিরে ফের বাজারে জল্পনা। বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে ৫০০ টাকার নোটের উপর স্টার বা তারা (*) চিহ্ন থাকলে সেই ধরনের নোট ব্যবহার না করতে।
০২০৮
সমাজমাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে এই নোটগুলির বৈধতা নিয়ে। অনেকে বলছেন, এগুলি জালও হতে পারে। সব মিলিয়ে ধন্দে সাধারণ মানুষ।
০৩০৮
এই অবস্থায় সেই জল্পনা থামাতে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক ফের জানাল, ওই চিহ্ন দেওয়া নোটগুলি জাল নয়। বাদবাকি স্বীকৃত নোটের মতোই বৈধ।
০৪০৮
রিজার্ভ ব্যাঙ্কের মুখপাত্র এবং জেনারেল ম্যানেজার যোগেশ দয়াল এ দিন বলেন, তারা চিহ্ন দেওয়া নোট নিয়ে কিছু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া এবং তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা তাঁদেরও নজরে এসেছে।
০৫০৮
বিষয়টি ঘিরে ভুল বোঝাবুঝি কাটাতে গত জুলাইয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়।
০৬০৮
সেখানে বলা হয়েছে, কোনও সিরিজের নোট ছাপানোর সময়ে কোনও ভুল থাকলে তা বাজারে ছাড়া হয় না।
০৭০৮
তার পরিবর্তে একই সিরিজ এবং নম্বর দেওয়া নোট ফের ছাপিয়ে বাজারে ছাড়া হয়।
০৮০৮
নতুন করে ছাপানো নোটগুলি চিহ্নিতকরণের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্টার’ দেওয়া থাকে।