অবশেষে ‘যুদ্ধের’ সমাপ্তি! সোমবার এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। এই মামলার সঙ্গে জড়িত কত নাম যে গত তিন বছরে শুনেছে রাজ্যবাসী, তার ইয়ত্তা নেই! তাঁরা সমাজের নানা স্তর থেকে উঠে আসা। ভাষা-মতেও বিস্তর ফারাক তাঁদের মধ্যে। তাঁদের অনেকের নাম থেকে গিয়েছে। আবার কত নাম হারিয়েও গিয়েছে এত দিনে! উঠে এসেছে বহু নতুন চরিত্র। আবার কত পুরনো চরিত্রেরও আবির্ভাব হয়েছে নতুন মোড়কে! কিন্তু এসএসসি মামলার মুখ্য চরিত্রে কারা রয়ে গেলেন, সেই তালিকা তৈরি করল আনন্দবাজার অনলাইন।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়— এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২১ সালের নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে নিয়োগ দুর্নীতির আরও সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। শেষ সিবিআই তদন্তের নির্দেশ দেন ২০২২ সালের ১৭ মে। নিয়োগ মামলায় তাঁর কিছু পদক্ষেপ বিশেষ ভাবে চর্চিত। যেমন, রাত ১১টায় কোর্ট বসিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসএসসি দফতর ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন। শুধু তা-ই নয়, নিয়োগ মামলায় কমবেশি পাঁচ হাজার চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে ধাপে ধাপে সেই সব নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ কার্যত প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল। বরং আরও বেশি চাকরি বাতিল করল। উচ্চ আদালতের বিশেষ বেঞ্চ এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে সোমবার। অর্থাৎ, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাঁদের চার সপ্তাহের মধ্যে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে।